3:31 am, Thursday, 19 September 2024

এবার টেস্ট থেকে সাময়িক বিরতি চান তাসকিন

  • কারুবাক
  • আপডেটের সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 60 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

একের পর এক ইনজুরি টেস্ট ক্রিকেটে খেলতেই দিচ্ছে না তাসকিন আহমেদকে। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলার পর আর টেস্ট খেলতে পারেননি। ঘন ঘন ইনজুরিতে পড়ায় সাদা বলের ক্রিকেটেও মাঠের বাইরে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তাকে। বাধ্য হয়ে জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট খেলায় অনীহার কথা। তাসকিন টেস্ট খেলতে চান না -এমন খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন খোদ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

ইনজুরির কারণে নিয়মিত টেস্ট খেলতে পারছেন না তাসকিন। এবার টেস্ট থেকে সাময়িক বিরতি চান তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তাসকিন। ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সফরেও। চলতি বিপিএল দিয়ে মাঠে ফিরলেও বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিতে চান। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানিয়েছেন, কেন টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চাচ্ছেন তিনি।

এদিন ঢাকাকে নেতৃত্ব দেওয়া তাসকিন বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়ে যাওয়া) ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।’

তবে টেস্ট ক্রিকেটকে একদম বিদায় জানানোর ইচ্ছা যে নেই, সেটাও জানিয়েছেন তাসকিন। একটু সুস্থ হলেই টেস্টে ফেরার ইচ্ছার কথাও জানান এই পেসার, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়…যদি আগামীতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব (টেস্ট খেলার)। এ জন্য বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। কারণ মেডিকেল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লুকানোর কিছু নাই।’

তাসকিনের চিঠির জবাবে হ্যাঁ বা না এখনও বলেনি বিসিবি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশ থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাসকিন বলেন, ‘‘বলেছে বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’

ঢাকার নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত কনুইয়ের চোটের কারণে সিলেটের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না। তাই এই ম্যচে ঢাকার নেতৃত্ব ছিল তাসকিনের হাতে। ম্যাচটি পাঁচ উইকেটে হারলেও অধিনায়কত্ব উপভোগ করছেন তাসকিন। তিনি বলেন, ‘ ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছে, নিজের তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রথম ১০ ওভার আশাবাদীও ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলাম। এটাই খারাপ লাগছে।’

৭ ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে দুর্দান্ত ঢাকা। আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে।

#
জনপ্রিয়

এবার টেস্ট থেকে সাময়িক বিরতি চান তাসকিন

আপডেটের সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

একের পর এক ইনজুরি টেস্ট ক্রিকেটে খেলতেই দিচ্ছে না তাসকিন আহমেদকে। গত বছর জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলার পর আর টেস্ট খেলতে পারেননি। ঘন ঘন ইনজুরিতে পড়ায় সাদা বলের ক্রিকেটেও মাঠের বাইরে দীর্ঘ সময় কাটাতে হয়েছে তাকে। বাধ্য হয়ে জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট খেলায় অনীহার কথা। তাসকিন টেস্ট খেলতে চান না -এমন খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন খোদ বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।

ইনজুরির কারণে নিয়মিত টেস্ট খেলতে পারছেন না তাসকিন। এবার টেস্ট থেকে সাময়িক বিরতি চান তিনি। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি তাসকিন। ইনজুরির কারণে খেলতে পারেননি নিউজিল্যান্ড সফরেও। চলতি বিপিএল দিয়ে মাঠে ফিরলেও বিসিবি বরাবর চিঠি দিয়ে জানিয়েছেন, টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিতে চান। গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাসকিন জানিয়েছেন, কেন টেস্ট ক্রিকেট থেকে দূরে থাকতে চাচ্ছেন তিনি।

এদিন ঢাকাকে নেতৃত্ব দেওয়া তাসকিন বলেন, ‘আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়ে যাওয়া) ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়। এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে।’

তবে টেস্ট ক্রিকেটকে একদম বিদায় জানানোর ইচ্ছা যে নেই, সেটাও জানিয়েছেন তাসকিন। একটু সুস্থ হলেই টেস্টে ফেরার ইচ্ছার কথাও জানান এই পেসার, ‘আমি বোর্ডকে জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায়…যদি আগামীতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব (টেস্ট খেলার)। এ জন্য বলেছিলাম টেস্ট ক্রিকেটে আমাকে যেন আপাতত বিবেচনা না করা হয়। কারণ মেডিকেল দল বা সবার কাছেই প্রমাণ আছে, লুকানোর কিছু নাই।’

তাসকিনের চিঠির জবাবে হ্যাঁ বা না এখনও বলেনি বিসিবি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশ থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে। তাসকিন বলেন, ‘‘বলেছে বিপিএলের পর বসবে। কোচ এলে বোর্ডের সবাই মিলে বসবে। তখন কথা বলবে।’

ঢাকার নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত কনুইয়ের চোটের কারণে সিলেটের বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন না। তাই এই ম্যচে ঢাকার নেতৃত্ব ছিল তাসকিনের হাতে। ম্যাচটি পাঁচ উইকেটে হারলেও অধিনায়কত্ব উপভোগ করছেন তাসকিন। তিনি বলেন, ‘ ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতাটা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়েছে, নিজের তাড়াতাড়ি রেডি হতে হয়েছে। ভিন্ন অভিজ্ঞতা ছিল। প্রথম ১০ ওভার আশাবাদীও ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলাম। এটাই খারাপ লাগছে।’

৭ ম্যাচের ছয়টিতে হেরে পয়েন্ট তালিকার একদম তলানিতে আছে দুর্দান্ত ঢাকা। আগামীকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৭টায় ম্যাচটি মাঠে গড়াবে।