12:23 am, Monday, 23 December 2024

জাহান আরা মিলির দুটি কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
  • 112 ভিউ
শেয়ার করুন

আলোর জীবন 

হে আলো, আধারে শুনি তব গান
      তব আলোয় ভরে দাও মানবের প্রাণ।
আজি চারিধারে তোমার এত ছড়াছড়ি
     তবু কতক হৃদয় থাকে আধারে ভরি।
আধারে বারে বারে হুচট খায়
    আলোর পরশ দাও গায়।
পৃথিবীর সব আধার যাক দূরে
    জীবন ভরে উঠুক আলোর সুরে।
অন্তরিক্ষ 
অনিলে কেবল তোমার ঘ্রাণ ভেসে আসে
       এ অনৃত নয় মহা সত্য।
তুমি আছো বহিজগতে অন্তজগতে
দূর অন্তরিক্ষ শ্রাবণে কাদেঁ যেমনি,
অন্তর্দহে নয়ন কাঁদে তেমনি
অবারিত হৃদয় অপলক চোখে
তব পথপ্রাণে আশু ফেলে অবিশ্রান্ত।
তুমি আসবে এ নয় ভ্রান্ত।
ভ্রমরকে পাঠাইনি তোমায়  শুধাতে
বৈশাখকে বলিনি ঝড় হয়ে ফেরাতে
বিধাতাকে বলিনি হৃদয়ে প্রেম দিতে
হৃদয়কে বলিনি না কাঁদিতে।
জানি তুমি আসবে যেমনি একদিন এসেছিলে,
তুমি তো আছই অনিলে
আমার নিঃশ্বাসে চারিধারে
      এতো নয় কবু ভ্রান্ত
তুমি যে আছো এ মহাসত্য।
#
জনপ্রিয়

জাহান আরা মিলির দুটি কবিতা

আপডেটের সময় : ০৮:০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

আলোর জীবন 

হে আলো, আধারে শুনি তব গান
      তব আলোয় ভরে দাও মানবের প্রাণ।
আজি চারিধারে তোমার এত ছড়াছড়ি
     তবু কতক হৃদয় থাকে আধারে ভরি।
আধারে বারে বারে হুচট খায়
    আলোর পরশ দাও গায়।
পৃথিবীর সব আধার যাক দূরে
    জীবন ভরে উঠুক আলোর সুরে।
অন্তরিক্ষ 
অনিলে কেবল তোমার ঘ্রাণ ভেসে আসে
       এ অনৃত নয় মহা সত্য।
তুমি আছো বহিজগতে অন্তজগতে
দূর অন্তরিক্ষ শ্রাবণে কাদেঁ যেমনি,
অন্তর্দহে নয়ন কাঁদে তেমনি
অবারিত হৃদয় অপলক চোখে
তব পথপ্রাণে আশু ফেলে অবিশ্রান্ত।
তুমি আসবে এ নয় ভ্রান্ত।
ভ্রমরকে পাঠাইনি তোমায়  শুধাতে
বৈশাখকে বলিনি ঝড় হয়ে ফেরাতে
বিধাতাকে বলিনি হৃদয়ে প্রেম দিতে
হৃদয়কে বলিনি না কাঁদিতে।
জানি তুমি আসবে যেমনি একদিন এসেছিলে,
তুমি তো আছই অনিলে
আমার নিঃশ্বাসে চারিধারে
      এতো নয় কবু ভ্রান্ত
তুমি যে আছো এ মহাসত্য।