নিজস্ব প্রতিবেদক
কথাসাহিত্যিক ও গবেষক ড. আকিমুন রহমানের জন্মদিন উপলক্ষ্যে খড়িমাটি আয়োজন করেছে লেখকের একক বইমেলা। আগামী ১৪ জানুয়ারি ও ১৫ জানুয়ারি (রবি-সোমবার) বিকাল ৪টা থেকে রাত ৮টা কাঁটাবনের কনকর্ড এম্পোরিয়াম প্রাঙ্গণে চলবে ২ দিনব্যাপী ‘আকিমুন রহমান : একক বইমেলা’ শীর্ষক এ বইমেলা।
এর পাশাপাশি চলবে লেখকের সৃষ্টিকর্মের ওপর আলোচনা, পাঠপর্যালোচনা, পাঠ, বই পরিচিতি।
বইমেলায় লেখকসহ তাঁর পাঠক, ভক্ত-অনুরাগী, বন্ধু, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী এবং দেশের শিল্পসাহিত্যাঙ্গনের অনেকে উপস্থিত থাকবেন।