স্বপ্নভোজ
বউ বাচ্চা কী করে জানি না, বলে না কখনও
পাকা রাস্তা ধরে ওরা কাজেকর্মে যায়
ইদানীং স্বপ্নে খুব খাই
বিরিয়ানি, পোলাও, কচি মুরগির রোস্ট,
ইলিশের ডিম ভুনা, রূপচাঁদা ফ্রাই-
চাকরিটা নড়বড়ে, জোটাতে পারি না তো!
আমি আজন্ম উড়ু উড়ু, পা পড়ে ক্বচিৎ পাকা ভিটেয়।
স্বপ্নভোজ কিন্তু মন্দ না, তবে মুখে সেক্রেশন হয়, বিবমিষা,
পেট মুচড়ে ঘুম চটকে যায়; গণতন্ত্রের, থুরি, বুড়ির গাল চেটে যেমন
খুব চাটছি আজকাল, ঘুমে নির্ঘুমে।
১১.০১.২০২৪ বৃহস্পতিবার