7:07 pm, Monday, 16 September 2024

বুদ্ধির ধাঁধা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 44844 ভিউ
শেয়ার করুন

১ ধাঁধা : টিন অক্ষরের নাম তার সবার ঘরেই আছে। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তুর নাম হয়। মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়। শেষের অক্ষর বাদ দিলে ভয় পেতে হয়। জিনিসটি কি?

উত্তর : বিছানা। প্রথম অক্ষর বাদ দিলে ছানা হয়। মাঝের অক্ষর বাদ দিলে বিনা হয়। শেষের অক্ষর বাদ দিলে বিছা হয়।

২ ধাঁধা : কাঁচা থাকতে সবাই খায়, পাঁকলে সে গড়াগড়ি খায়। জিনিসটি কি?

উত্তর : ডুমুর ফল।

৩ ধাঁধা : কোন জিনিস কাটলে বড় হয়?

উত্তর : পুকুর কাতলে বড় হয়।

৪ ধাঁধা : এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো। কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?

উত্তর : লজ্জা, লজ্জা নিজের কাছে থাকাই ভালো।

৫ ধাঁধা : বসে না, দাড়ায় না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না ঠেকায় তাকে কে। জিনিসটি কি?

উত্তর : সময়।

৬ ধাঁধা : বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায়। কিন্তু তার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়?

উত্তর : খিচুড়ি, বৃষ্টি হলে খিচুরি খাওয়া হয়। খিচুরির খি বাদ দিলে চুড়ি হয়ে যায়।

৭ ধাঁধা : পাখা ছাড়াই উড়ে চলে। মুখ নাই তবু ডাকে। বুক ছিড়ে আলো ছুটে। চিনো তুমি কি তারে?

উত্তর : উড়োজাহাজ।

৮ ধাঁধা : এমন কোন স্থান আছে। যেখানে মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা খুবই সোজা। একটু ভাবলে পেয়ে যাবে দিয়ে মাথা হাত?

উত্তর : অভিনয় মঞ্চ। এখানে অভিনয়ের খাতিরে যেকাউকে যা কিছু বলা হয়।

৯ ধাঁধা : হাত দিলে বন্ধ করে  দেয়। খোলে সূর্য দয়ে। ঘোমটা দেওয়া স্বভাব তার মুখটি নাহি তোলে?

উত্তর : লজ্জাবতী ফুলগাছ বা লতা।

১০ ধাঁধা : খেলে ভরে না পেট। তবু খায় সবাই। তার প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়?

উত্তর : বাতাস, বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিলে তাস হয়।

১১ ধাঁধা : নয়নে নয়নে থাকে দেখতে হয় সুন্দর। নয়নকে সুন্দর রাখে নয়নের কেউই নয়। কে সে?

উত্তর : কাজল।

১২ ধাঁধা : ফস করে রেগে যায়, ধপ করে জ্বলে। বাক্স এ সারি সারি ঘুমে থাকে পড়ে?

উত্তর : দেশলাই।

১২ ধাঁধা : দশটি মাথা একটি হাত চলমান তাঁবু। রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।কে সে?

উত্তর : ছাতা।

১৩ ধাঁধা : মাথা ৩ টি। মুখ ১ টি। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না।কে সে?

উত্তর : মাটির চুলা।আগুন জ্বালিয়ে দিলে জলতেই থাকে।

১৪ ধাঁধা চার পায়ে বসি আমরা। আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি।

উত্তর : পালকি, পাল্কির মধ্যে মানুষ নেওয়াকে বুঝিয়েছে।

১৫ ধাঁধা : ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে?

উত্তর : ডিম। ভাঙ্গা ছাড়া খাওয়া যায় না।

১৬ ধাঁধা : কোন মূলের ফুল লাল হয়?

উত্তর : শিমূল ফুলের।

১৭ ধাঁধা : আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে?

উত্তর : শূন্য থাকে।

১৮ ধাঁধা : অনেক বড় আঙিনা। ঝাড় দিয়েও শেষ করা যায় না।আবার কতো ফুল ফুটে আছে সেখানে।যার নাই কোনো তুলনা। জিনিসটি কি?

উত্তর : আকাশ ও আকাশ ভরা তারা।

১৯ ধাঁধা : কোন জামা কেউ কখনো গাঁয়ে দেয় না?

উত্তর : পায়জামা কেউ গায়ে দেয় না।

২০ ধাঁধা : হাঁড়ির ভিতর বালি, তার ভিতর হাজার ছেলে নাচে। একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার ধাপে। জিনিসটি কি?

উত্তর : মুড়ি ভাজার প্রক্রিয়া।

২১ ধাঁধা : আন্ধার ঘরে থাকে। নড়াচড়া করে একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। জিনিসটি কি?

উত্তর : জিহ্বা, মুখের মধ্যে থাকে।

২২ ধাঁধা : আমি কাদাঁই, আমি হাসাই, আমি প্রাণি না, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার সব বানী। আমি কে?

উত্তর : সিনেমা বা নাটক বা কোন ঘটনার দ্বারা তৈরি ভিডিও।

২৩ ধাঁধা : কান নাই মাথা নাই, আবার পেট ভরে খায়। কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়। কে আমি?

উত্তর : বালিশ।

২৪ ধাঁধা : এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার করার। জিনিসটি কি?

উত্তর : ঝিনুক, ভেঙ্গে আবাড় গড়ার সাধ্য কারোর নাই।

২৫ ধাঁধা : চারি দিকে কাঁটা দিয়ে ঘেরা। আছে মাথায় আবার মুকুট। সে কোন খান সাহেব?

উত্তর : আনারস ফল।

২৬ ধাঁধা : আমার মা যখন যায় তোমার মার পাশে হয়। তখন ২ মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে। কি হয়?

উত্তর : মামা হয়।

২৭ ধাঁধা : ৩ অক্ষরের এমন একটি দেশ পেট কাটলে আমরা খাই যে বেশ।

উত্তর : আসাম, মাঝের অক্ষর বাদ দিলে আম হয়।

২৮ ধাঁধা : জলে থাকে তবু মাছ না, তবু মাছ বলে বাজারে বিক্রি হয়।

উত্তর : চিংড়িমাছ, (চিংড়ি পোকা)।

২৯ ধাঁধা : গাছ নেই। আছে শুধু পাতা। মুখ নেই, কত কথা জীবন সঙ্গীড় সাথে কয়। জিনিসটি কি?

উত্তর : বই।

৩০ ধাঁধা : শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে সে পায় শুধু সম্মান।

উত্তর : হাত পাখা।

৩১ ধাঁধা : হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।

উত্তর : টাকা।

৩২ ধাঁধা : কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়?

উত্তর : জবা। (উল্টালে বাজ পাখি হয়)

৩৩ ধাঁধা : তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। আর শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।

উত্তর : আলতা।

৩৪ ধাঁধা : দুই অক্ষরের নাম যার সব যায়গায় রয়। প্রথম অক্ষর বাদ দিলে খাবার হয়। শেষের অক্ষর বাদ দিলে খুব আপনজন হয়।

উত্তর : মাটি – টি, মা।

৩৫ ধাঁধা : তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।

উত্তর : বাসন।

৪০ ধাঁধা : প্রাণ নাই আবার বন্ধু নয় কিন্তু চলে সাথে সাথে। আলো পেলে তবে চলে দিনে অথবা রাতে।

উত্তর : ছায়া, মানুষের ছায়া।

৪১ ধাঁধা : কোন বিলে জল নেই?

উত্তর : টেবিলে জল নেই।

৪২ ধাঁধা : এ হে হে তোমার গা ছুঁয়ে গেল কি? পারলে বলুন সে কে?

উত্তর : বাতাস গা দিয়ে বয়ে যায়।

৪৩ ধাঁধা : কোন ফলের বীজ নাই বল দেখি দাদা। বলতে না পারো তাইলে বুঝবো তুমি একটা হাঁদা।

উত্তর : নারকেল।

৪৪ ধাঁধা : চার রূপসী চার রং মিলন হলে হয় এক রং।

উত্তর : পান-চুন-খয়ের-সুপারী।

৪৫ ধাঁধা : কোন মাসে কোনো শনিবার নেই?

ধাধার উত্তর : সমাস।

৪৬ ধাঁধা : কোন খাবার যা রান্নায় লবন লাগে না?

উত্তর : নোনা ইলিশ।

৪৭ ধাঁধা : কোন গাছে মাত্র দুইটি পাতা থাকে?

উত্তর : চারাগাছে।

৪৮ ধাঁধা : কোন জিনিসের নাম মুখে নিলেই জিনিসটি ভেঙ্গে যায়?

উত্তর : নীরবতা।

৪৯ ধাঁধা : কোন তাল কোনো গাছে ধরে না?

উত্তর : হরতাল গাছে ধরে না।

৫০ ধাঁধা : কোন জিনিস একবার খেলে আর কখনো খেতে চাবেন না। যা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়।

উত্তর : ধোকা খেতে চাবেন না।

৫১ ধাঁধা : কোন জিনিস অবিবাহিতদের ৫ টি থাকে এবং বিবাহিতদের ৪ টি থাকে?

উত্তর : অক্ষর (অবিবাহিত শব্দে ৫ টি এবং বিবাহিত শব্দে ৪টি অক্ষর থাকে)।

৫২ ধাঁধা : কোন গ্রামে কোনো মানুষ নেই?

উত্তর : টেলিগ্রামে মানুষ নেই।

৫৩ ধাঁধা : কার মাথা থাকতেও কোনো বুদ্ধি নেই?

উত্তর : ছাতা।

 

 বুদ্ধির ধাঁধাঁ

৫৪ ধাঁধা : শুধু ওপরে যায় কিন্তু কখনোই নিচে নামে না?

উত্তর : মানুষের বয়স।

৫৫ ধাঁধা : দুটি সংখ্যা এক সাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়। সংখ্যা দুটি কি?

উত্তর : নয়,ছয়।

৫৬ ধাঁধা : কি শুধু নামতে পারে তবে কখনোই উঠতে পারে না?

উত্তর : বৃষ্টি, বৃষ্টির পানি।

৫৭ ধাঁধা : কোন উল গান গাইতে জানে?

উত্তর : বাউল।

৫৮ ধাঁধা : কোন টিয়া কখনোই ডাকে না?

উত্তর : খাটিয়া।

৫৯ ধাঁধা : পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। কি তা?

উত্তর : নিঃশ্বাস।

৬০ ধাঁধা : দশ দিন না ঘুমিয়ে কীকরে থাকা যায়?

উত্তর : রাতে ঘুমিয়ে দিনে জেগে।

৬১ ধাঁধা : রোজ সকালে কার থেকে মাথা উঠে যায়? যে রাতে আবার ফিরে আসে?

উত্তর : বালিশ থেকে।

৬২ ধাঁধা : যে দেয় সে জানে। যে নেয় সে জানে না। যে জানে সে আবার নেয় না। জিনিসটি কি?

উত্তর : মেধা, জ্ঞান।

৬৩ ধাঁধা : একজন সাঁতারু সব ভাবে সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। কী ভাবে সম্ভব?

উত্তর : তার মাথায় একটি চুলও ছিল না।

৬৪ ধাঁধা : ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী?

উত্তর : দুটোই সমান। কারণ দুটোই ১ কেজি।

৬৫ ধাঁধা : হাত থাকতেও তালি দিতে পারে না।কে সে?

উত্তর : ঘড়ি।

৬৬ ধাঁধা : কোন চিল কখনোই উড়ে না?

উত্তর : পাঁচিল/ দেওয়ালকে পাচিল বলে।

৬৭ ধাঁধা : আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগ হই। জিনিসটি কি?

উত্তর : মাথায় চুল।

৬৮ ধাঁধা : সমুদ্রে জন্মে আমি থাকি লোকের ঘরে। আবার একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে। আমি কে বলতো?

উত্তর : লবন, নুন।

৬৯ ধাঁধা : আমরা ২জনই একই মায়ের সন্তান। কিন্তু যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না। কেন?

উত্তর : দিদি বলে।

৭০ ধাঁধা : বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন?

উত্তর : জল, পানি।

৭১ ধাঁধা : ৭ এর আগে ৬ কে কেন থাকতেই হবে?

উত্তর : নাহলে সবাই সাত–পাঁচ ভাবতে পারে।

৭২ ধাঁধা : কোন মাসে আঠাশ দিন আছে?

উত্তর : সব মাসেই আছে।

৭৩ ধাঁধা : কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে থাকে?

উত্তর : সাত–সতেরো।

৭৪ ধাঁধা : কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছাতে পারে না?

উত্তর : আগামীকাল।

৭৫ ধাঁধা : কোন ডিমে একেবারেই কোনো পুষ্টি থাকে না?

উত্তর : ঘোড়ার ডিমে।

৭৬ ধাঁধা : কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে কিন্তু মানুষ নেই?

উত্তর : মানচিত্রে, ম্যাপে।

৭৭ ধাঁধা : কত’র মধ্যে কত বাদ দিলে অবশিষ্ট কি থাকবে?

উত্তর : র থাকবে।

৭৮ ধাঁধা : কোন টেবিলে পা নেই।

উত্তর : টাইম টেবিল।

 

জটিল ও কঠিন ধাঁধা

৭৯ ধাঁধা : দুটো হাত আছে, একটা গোল মুখ আছে। সবসময় ছুটে চলে, তাও এক পা নড়ে না। জিনিসটি কি?

উত্তর : ঘড়ি, সময় ছুটে চলে।

৮০ ধাঁধা : কোন হাস কখনোই ডিম পারে না?

উত্তর : ইতিহাস ডিম পারে না।

৮১ ধাঁধা : কোন চুড়ি খাবার হিসেবে খাওয়া যায়?

উত্তর : খিচুড়ি।

৮২ ধাঁধা : লম্বা ১টা দেহ। মাথায় টিকি আছে। টিকিতে আগুন লাগালে দেহ পুরে যায়। জিনিসটি কি?

উত্তর : মোমবাতি।

৮৩ ধাঁধা : কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়?

উত্তর : মোচা, কলার নিচের অংশ।

৮৪ ধাঁধা : কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি মুখে নেই?

উত্তর : আপনার নিজের নাম।

৮৫ ধাঁধা : কোন দেশে কোনো মাটি নেই?

উত্তর : স্বন্দেশ খাবার।

৮৬ ধাঁধা : রাজুর বাবার চার ছেলে । এরা হলো রাম, শ্যাম, যদু তাহলে চতুর্থ সন্তানের নাম কি?

উত্তর : রাজু।

৮৭ ধাঁধা : নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই বানাবেন?

উত্তর : বাম পাশে বসিয়ে।

৮৮ ধাঁধা : কোন গান গাওয়া যায় না?

উত্তর : বাগান গাওয়া যায় না।

৮৯ ধাঁধা : কী যা শহরের ভিতর দিয়ে যায়। পাহাড়ের মধ্যে দিয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়েও যায়। কিন্তু নরা চড়া করতে পারে না?

উত্তর : রাস্তা ঘাট।

৯০ ধাঁধা : একবার জন্মায়, আবার মরে।আবার জন্মিয়ে তারপর মরে।জিনিসটি কি?

উত্তর : দাঁত

৯১ ধাঁধা : এক ঘরে একটি খাম। বলো তার কী নাম?

উত্তর : ছাতা।

৯২ ধাঁধা : এক আছে এক বুড়ি। তার চোখ বারো কুড়ি। কে সে বুড়ি?

উত্তর : আনারস

৯৩ ধাঁধা : এমন একটি গাই আছে, যা দেই তাই খায় কিন্তু পানি দিলে মরে যায়। জিনিসটি কি?

উত্তর : আগুন, পানিতে নিভে যায়।

৯৪ ধাঁধা : আমি হাসাই আবার কাঁদাই, নই আমি প্রাণি।কে সে?

উত্তর: সিনেমা।

৯৫ ধাঁধা : আমাকে না পেলে, সবাই হায় হায় করে। ইচ্ছামতো আসি যদি, দেয় আমাকে বিদায় করে। আমি কে?

উত্তর : পানি

৯৬ ধাঁধা : কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউই তা তো দেখে না।

উত্তর: ডুমুর ফল।

৯৭ ধাঁধা : মধ্যখানে পানি চুনকাম করা ঘর। ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।কি?

উত্তর: ডিম

৯৮ ধাঁধা : উড়তে পেখম বীর। কিন্তু ময়ূর সে নয়। মানুষ খায় গরুকে খায়, বাঘ সে নয়।

উত্তর: মশা।

৯৯ ধাঁধা : আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণি। দেখতে এসে মোরে সদাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’ – কি দেখে ব্যথা ভোলে?

উত্তর: মাতা

১০০ ধাঁধা : আমি যাকে মামা বলি বাবাও বলে মামা। ছেলেও তাকে মামা বলে, মাও বলে মামা। মামা টা কে?

উত্তর: চাঁদ

 

#
জনপ্রিয়

বুদ্ধির ধাঁধা

আপডেটের সময় : ০১:৫৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

১ ধাঁধা : টিন অক্ষরের নাম তার সবার ঘরেই আছে। প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তুর নাম হয়। মধ্যের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়। শেষের অক্ষর বাদ দিলে ভয় পেতে হয়। জিনিসটি কি?

উত্তর : বিছানা। প্রথম অক্ষর বাদ দিলে ছানা হয়। মাঝের অক্ষর বাদ দিলে বিনা হয়। শেষের অক্ষর বাদ দিলে বিছা হয়।

২ ধাঁধা : কাঁচা থাকতে সবাই খায়, পাঁকলে সে গড়াগড়ি খায়। জিনিসটি কি?

উত্তর : ডুমুর ফল।

৩ ধাঁধা : কোন জিনিস কাটলে বড় হয়?

উত্তর : পুকুর কাতলে বড় হয়।

৪ ধাঁধা : এমন কি জিনিস আছে ভাই, যা নিজের থাকা ভালো। কিন্তু পরের কাছ থেকে পেলে মুখ হয়ে যায় কালো?

উত্তর : লজ্জা, লজ্জা নিজের কাছে থাকাই ভালো।

৫ ধাঁধা : বসে না, দাড়ায় না, চলতে থাকে সে। কারো ধার সে ধারে না ঠেকায় তাকে কে। জিনিসটি কি?

উত্তর : সময়।

৬ ধাঁধা : বৃষ্টি হলে তিন অক্ষরে আয়েশ করে খায়। কিন্তু তার মাথা কাটলে সুন্দরীদের হাতে উঠে যায়?

উত্তর : খিচুড়ি, বৃষ্টি হলে খিচুরি খাওয়া হয়। খিচুরির খি বাদ দিলে চুড়ি হয়ে যায়।

৭ ধাঁধা : পাখা ছাড়াই উড়ে চলে। মুখ নাই তবু ডাকে। বুক ছিড়ে আলো ছুটে। চিনো তুমি কি তারে?

উত্তর : উড়োজাহাজ।

৮ ধাঁধা : এমন কোন স্থান আছে। যেখানে মাকে দাদী, বৌকে মা, বাপকে বলে ভাই। উত্তরটা খুবই সোজা। একটু ভাবলে পেয়ে যাবে দিয়ে মাথা হাত?

উত্তর : অভিনয় মঞ্চ। এখানে অভিনয়ের খাতিরে যেকাউকে যা কিছু বলা হয়।

৯ ধাঁধা : হাত দিলে বন্ধ করে  দেয়। খোলে সূর্য দয়ে। ঘোমটা দেওয়া স্বভাব তার মুখটি নাহি তোলে?

উত্তর : লজ্জাবতী ফুলগাছ বা লতা।

১০ ধাঁধা : খেলে ভরে না পেট। তবু খায় সবাই। তার প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয়?

উত্তর : বাতাস, বাতাস থেকে প্রথম অক্ষর বাদ দিলে তাস হয়।

১১ ধাঁধা : নয়নে নয়নে থাকে দেখতে হয় সুন্দর। নয়নকে সুন্দর রাখে নয়নের কেউই নয়। কে সে?

উত্তর : কাজল।

১২ ধাঁধা : ফস করে রেগে যায়, ধপ করে জ্বলে। বাক্স এ সারি সারি ঘুমে থাকে পড়ে?

উত্তর : দেশলাই।

১২ ধাঁধা : দশটি মাথা একটি হাত চলমান তাঁবু। রোদে-জলে তাঁবু মেলে হেটে যান বাবু।কে সে?

উত্তর : ছাতা।

১৩ ধাঁধা : মাথা ৩ টি। মুখ ১ টি। ক্ষুধা মোটে পায়না। খেতে দিলে খেতে থাকে পেট তবু ভরে না।কে সে?

উত্তর : মাটির চুলা।আগুন জ্বালিয়ে দিলে জলতেই থাকে।

১৪ ধাঁধা চার পায়ে বসি আমরা। আট পায়ে চলি। বাঘও নই ভাল্লুকও নই তবু আস্ত কাঁধে ঝুলি।

উত্তর : পালকি, পাল্কির মধ্যে মানুষ নেওয়াকে বুঝিয়েছে।

১৫ ধাঁধা : ব্যবহার করার জন্য এমন একটি জিনিস যাকে ভাঙতেই হবে?

উত্তর : ডিম। ভাঙ্গা ছাড়া খাওয়া যায় না।

১৬ ধাঁধা : কোন মূলের ফুল লাল হয়?

উত্তর : শিমূল ফুলের।

১৭ ধাঁধা : আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ বাদ দিলে কত থাকে?

উত্তর : শূন্য থাকে।

১৮ ধাঁধা : অনেক বড় আঙিনা। ঝাড় দিয়েও শেষ করা যায় না।আবার কতো ফুল ফুটে আছে সেখানে।যার নাই কোনো তুলনা। জিনিসটি কি?

উত্তর : আকাশ ও আকাশ ভরা তারা।

১৯ ধাঁধা : কোন জামা কেউ কখনো গাঁয়ে দেয় না?

উত্তর : পায়জামা কেউ গায়ে দেয় না।

২০ ধাঁধা : হাঁড়ির ভিতর বালি, তার ভিতর হাজার ছেলে নাচে। একটু পরই হয় সে খাবার তপ্ত চুলার ধাপে। জিনিসটি কি?

উত্তর : মুড়ি ভাজার প্রক্রিয়া।

২১ ধাঁধা : আন্ধার ঘরে থাকে। নড়াচড়া করে একটুখানি খাবার পেলে খাবলে খাবলে ধরে। জিনিসটি কি?

উত্তর : জিহ্বা, মুখের মধ্যে থাকে।

২২ ধাঁধা : আমি কাদাঁই, আমি হাসাই, আমি প্রাণি না, আমায় দেখে সবাই ক্ষনিক ভোলে ব্যাথার সব বানী। আমি কে?

উত্তর : সিনেমা বা নাটক বা কোন ঘটনার দ্বারা তৈরি ভিডিও।

২৩ ধাঁধা : কান নাই মাথা নাই, আবার পেট ভরে খায়। কাম নাই কাজ নাই, মাথা নিয়ে ঘুমায়। কে আমি?

উত্তর : বালিশ।

২৪ ধাঁধা : এতটুকু ঘরখানি চুনকাম করা কোনো মিস্ত্রির সাধ্য নাই ভাইঙ্গা আবার করার। জিনিসটি কি?

উত্তর : ঝিনুক, ভেঙ্গে আবাড় গড়ার সাধ্য কারোর নাই।

২৫ ধাঁধা : চারি দিকে কাঁটা দিয়ে ঘেরা। আছে মাথায় আবার মুকুট। সে কোন খান সাহেব?

উত্তর : আনারস ফল।

২৬ ধাঁধা : আমার মা যখন যায় তোমার মার পাশে হয়। তখন ২ মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে। কি হয়?

উত্তর : মামা হয়।

২৭ ধাঁধা : ৩ অক্ষরের এমন একটি দেশ পেট কাটলে আমরা খাই যে বেশ।

উত্তর : আসাম, মাঝের অক্ষর বাদ দিলে আম হয়।

২৮ ধাঁধা : জলে থাকে তবু মাছ না, তবু মাছ বলে বাজারে বিক্রি হয়।

উত্তর : চিংড়িমাছ, (চিংড়ি পোকা)।

২৯ ধাঁধা : গাছ নেই। আছে শুধু পাতা। মুখ নেই, কত কথা জীবন সঙ্গীড় সাথে কয়। জিনিসটি কি?

উত্তর : বই।

৩০ ধাঁধা : শীত কালে যার নেইকো মান গ্রীষ্ম কালে সে পায় শুধু সম্মান।

উত্তর : হাত পাখা।

৩১ ধাঁধা : হাত নেই পা নেই তবু সে চলে অনাহরে মরে মানুষ এর অভাব হলে।

উত্তর : টাকা।

৩২ ধাঁধা : কোন ফুলের নামটি উল্টালে একটি পাখির নাম হয়?

উত্তর : জবা। (উল্টালে বাজ পাখি হয়)

৩৩ ধাঁধা : তিন অক্ষরে নাম তার মেয়েরা গায়ে মাখে প্রথম অক্ষর বাদ দিলে গাছ বেয়ে উঠে মাঝের অক্ষর বাদ দিলে গাছে ফলে থাকে। আর শেষের অক্ষর বাদ দিলে হাঁটার পথ থাকে।

উত্তর : আলতা।

৩৪ ধাঁধা : দুই অক্ষরের নাম যার সব যায়গায় রয়। প্রথম অক্ষর বাদ দিলে খাবার হয়। শেষের অক্ষর বাদ দিলে খুব আপনজন হয়।

উত্তর : মাটি – টি, মা।

৩৫ ধাঁধা : তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।

উত্তর : বাসন।

৪০ ধাঁধা : প্রাণ নাই আবার বন্ধু নয় কিন্তু চলে সাথে সাথে। আলো পেলে তবে চলে দিনে অথবা রাতে।

উত্তর : ছায়া, মানুষের ছায়া।

৪১ ধাঁধা : কোন বিলে জল নেই?

উত্তর : টেবিলে জল নেই।

৪২ ধাঁধা : এ হে হে তোমার গা ছুঁয়ে গেল কি? পারলে বলুন সে কে?

উত্তর : বাতাস গা দিয়ে বয়ে যায়।

৪৩ ধাঁধা : কোন ফলের বীজ নাই বল দেখি দাদা। বলতে না পারো তাইলে বুঝবো তুমি একটা হাঁদা।

উত্তর : নারকেল।

৪৪ ধাঁধা : চার রূপসী চার রং মিলন হলে হয় এক রং।

উত্তর : পান-চুন-খয়ের-সুপারী।

৪৫ ধাঁধা : কোন মাসে কোনো শনিবার নেই?

ধাধার উত্তর : সমাস।

৪৬ ধাঁধা : কোন খাবার যা রান্নায় লবন লাগে না?

উত্তর : নোনা ইলিশ।

৪৭ ধাঁধা : কোন গাছে মাত্র দুইটি পাতা থাকে?

উত্তর : চারাগাছে।

৪৮ ধাঁধা : কোন জিনিসের নাম মুখে নিলেই জিনিসটি ভেঙ্গে যায়?

উত্তর : নীরবতা।

৪৯ ধাঁধা : কোন তাল কোনো গাছে ধরে না?

উত্তর : হরতাল গাছে ধরে না।

৫০ ধাঁধা : কোন জিনিস একবার খেলে আর কখনো খেতে চাবেন না। যা আপনাকে না জানিয়ে খাওয়ানো হয়।

উত্তর : ধোকা খেতে চাবেন না।

৫১ ধাঁধা : কোন জিনিস অবিবাহিতদের ৫ টি থাকে এবং বিবাহিতদের ৪ টি থাকে?

উত্তর : অক্ষর (অবিবাহিত শব্দে ৫ টি এবং বিবাহিত শব্দে ৪টি অক্ষর থাকে)।

৫২ ধাঁধা : কোন গ্রামে কোনো মানুষ নেই?

উত্তর : টেলিগ্রামে মানুষ নেই।

৫৩ ধাঁধা : কার মাথা থাকতেও কোনো বুদ্ধি নেই?

উত্তর : ছাতা।

 

 বুদ্ধির ধাঁধাঁ

৫৪ ধাঁধা : শুধু ওপরে যায় কিন্তু কখনোই নিচে নামে না?

উত্তর : মানুষের বয়স।

৫৫ ধাঁধা : দুটি সংখ্যা এক সাথে থাকলেই গন্ডগোল হয়ে যায়। সংখ্যা দুটি কি?

উত্তর : নয়,ছয়।

৫৬ ধাঁধা : কি শুধু নামতে পারে তবে কখনোই উঠতে পারে না?

উত্তর : বৃষ্টি, বৃষ্টির পানি।

৫৭ ধাঁধা : কোন উল গান গাইতে জানে?

উত্তর : বাউল।

৫৮ ধাঁধা : কোন টিয়া কখনোই ডাকে না?

উত্তর : খাটিয়া।

৫৯ ধাঁধা : পালকের থেকেও হালকা কিন্তু বড়ো বড়ো পালোয়ানও যা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। কি তা?

উত্তর : নিঃশ্বাস।

৬০ ধাঁধা : দশ দিন না ঘুমিয়ে কীকরে থাকা যায়?

উত্তর : রাতে ঘুমিয়ে দিনে জেগে।

৬১ ধাঁধা : রোজ সকালে কার থেকে মাথা উঠে যায়? যে রাতে আবার ফিরে আসে?

উত্তর : বালিশ থেকে।

৬২ ধাঁধা : যে দেয় সে জানে। যে নেয় সে জানে না। যে জানে সে আবার নেয় না। জিনিসটি কি?

উত্তর : মেধা, জ্ঞান।

৬৩ ধাঁধা : একজন সাঁতারু সব ভাবে সাঁতার কাটলো, কিন্তু তার চুল ভিজলো না। কী ভাবে সম্ভব?

উত্তর : তার মাথায় একটি চুলও ছিল না।

৬৪ ধাঁধা : ১ কেজি সোনা আর ১ কেজি তুলোর মধ্যে কোনটা বেশি ভারী?

উত্তর : দুটোই সমান। কারণ দুটোই ১ কেজি।

৬৫ ধাঁধা : হাত থাকতেও তালি দিতে পারে না।কে সে?

উত্তর : ঘড়ি।

৬৬ ধাঁধা : কোন চিল কখনোই উড়ে না?

উত্তর : পাঁচিল/ দেওয়ালকে পাচিল বলে।

৬৭ ধাঁধা : আমি কাটার জন্যই রাখি, কিন্তু কেউ ছিড়ে দিলে ভীষন রাগ হই। জিনিসটি কি?

উত্তর : মাথায় চুল।

৬৮ ধাঁধা : সমুদ্রে জন্মে আমি থাকি লোকের ঘরে। আবার একটু জলের স্পর্শ পেলে যাই আমি মরে। আমি কে বলতো?

উত্তর : লবন, নুন।

৬৯ ধাঁধা : আমরা ২জনই একই মায়ের সন্তান। কিন্তু যাকে আমি ভাই বলি সে আমাকে ভাই বলে না। কেন?

উত্তর : দিদি বলে।

৭০ ধাঁধা : বৃদ্ধ বরফকে আপনি কী বলবেন?

উত্তর : জল, পানি।

৭১ ধাঁধা : ৭ এর আগে ৬ কে কেন থাকতেই হবে?

উত্তর : নাহলে সবাই সাত–পাঁচ ভাবতে পারে।

৭২ ধাঁধা : কোন মাসে আঠাশ দিন আছে?

উত্তর : সব মাসেই আছে।

৭৩ ধাঁধা : কোন দুটি সংখ্যা একসাথে থাকলে বড্ডো বেশি চিন্তা করে থাকে?

উত্তর : সাত–সতেরো।

৭৪ ধাঁধা : কোন দিনটা খুব কাছে কিন্তু কোনোদিন এসে পৌঁছাতে পারে না?

উত্তর : আগামীকাল।

৭৫ ধাঁধা : কোন ডিমে একেবারেই কোনো পুষ্টি থাকে না?

উত্তর : ঘোড়ার ডিমে।

৭৬ ধাঁধা : কোথায় নদী আছে, জল নেই, পাহাড় আছে, পাথর নেই, শহর আছে কিন্তু মানুষ নেই?

উত্তর : মানচিত্রে, ম্যাপে।

৭৭ ধাঁধা : কত’র মধ্যে কত বাদ দিলে অবশিষ্ট কি থাকবে?

উত্তর : র থাকবে।

৭৮ ধাঁধা : কোন টেবিলে পা নেই।

উত্তর : টাইম টেবিল।

 

জটিল ও কঠিন ধাঁধা

৭৯ ধাঁধা : দুটো হাত আছে, একটা গোল মুখ আছে। সবসময় ছুটে চলে, তাও এক পা নড়ে না। জিনিসটি কি?

উত্তর : ঘড়ি, সময় ছুটে চলে।

৮০ ধাঁধা : কোন হাস কখনোই ডিম পারে না?

উত্তর : ইতিহাস ডিম পারে না।

৮১ ধাঁধা : কোন চুড়ি খাবার হিসেবে খাওয়া যায়?

উত্তর : খিচুড়ি।

৮২ ধাঁধা : লম্বা ১টা দেহ। মাথায় টিকি আছে। টিকিতে আগুন লাগালে দেহ পুরে যায়। জিনিসটি কি?

উত্তর : মোমবাতি।

৮৩ ধাঁধা : কোন চা তেল মরিচ দিয়ে রান্না করে খেতে হয়?

উত্তর : মোচা, কলার নিচের অংশ।

৮৪ ধাঁধা : কী যা আপনার হলেও অন্য লোকেই বেশি মুখে নেই?

উত্তর : আপনার নিজের নাম।

৮৫ ধাঁধা : কোন দেশে কোনো মাটি নেই?

উত্তর : স্বন্দেশ খাবার।

৮৬ ধাঁধা : রাজুর বাবার চার ছেলে । এরা হলো রাম, শ্যাম, যদু তাহলে চতুর্থ সন্তানের নাম কি?

উত্তর : রাজু।

৮৭ ধাঁধা : নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই বানাবেন?

উত্তর : বাম পাশে বসিয়ে।

৮৮ ধাঁধা : কোন গান গাওয়া যায় না?

উত্তর : বাগান গাওয়া যায় না।

৮৯ ধাঁধা : কী যা শহরের ভিতর দিয়ে যায়। পাহাড়ের মধ্যে দিয়ে আবার জঙ্গলের মধ্যে দিয়েও যায়। কিন্তু নরা চড়া করতে পারে না?

উত্তর : রাস্তা ঘাট।

৯০ ধাঁধা : একবার জন্মায়, আবার মরে।আবার জন্মিয়ে তারপর মরে।জিনিসটি কি?

উত্তর : দাঁত

৯১ ধাঁধা : এক ঘরে একটি খাম। বলো তার কী নাম?

উত্তর : ছাতা।

৯২ ধাঁধা : এক আছে এক বুড়ি। তার চোখ বারো কুড়ি। কে সে বুড়ি?

উত্তর : আনারস

৯৩ ধাঁধা : এমন একটি গাই আছে, যা দেই তাই খায় কিন্তু পানি দিলে মরে যায়। জিনিসটি কি?

উত্তর : আগুন, পানিতে নিভে যায়।

৯৪ ধাঁধা : আমি হাসাই আবার কাঁদাই, নই আমি প্রাণি।কে সে?

উত্তর: সিনেমা।

৯৫ ধাঁধা : আমাকে না পেলে, সবাই হায় হায় করে। ইচ্ছামতো আসি যদি, দেয় আমাকে বিদায় করে। আমি কে?

উত্তর : পানি

৯৬ ধাঁধা : কোন ফলের ফুল ফোটে কি ফোটে না, সকালে-বিকালে কেউই তা তো দেখে না।

উত্তর: ডুমুর ফল।

৯৭ ধাঁধা : মধ্যখানে পানি চুনকাম করা ঘর। ভেঙে গড়তে বললে গায়ে আসে জ্বর।কি?

উত্তর: ডিম

৯৮ ধাঁধা : উড়তে পেখম বীর। কিন্তু ময়ূর সে নয়। মানুষ খায় গরুকে খায়, বাঘ সে নয়।

উত্তর: মশা।

৯৯ ধাঁধা : আমি হাসাই আমি কাঁদাই নই আমি প্রাণি। দেখতে এসে মোরে সদাই ক্ষণিক ভোলে ব্যথার বাণী।’ – কি দেখে ব্যথা ভোলে?

উত্তর: মাতা

১০০ ধাঁধা : আমি যাকে মামা বলি বাবাও বলে মামা। ছেলেও তাকে মামা বলে, মাও বলে মামা। মামা টা কে?

উত্তর: চাঁদ