কারুবাক রিপোর্ট :
শব্দকুঠির ২৩ তম সাহিত্য সভা গতকাল শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকার পরিবাগে সংস্কৃতি বিকাশ,কেন্দ্র অনুষ্ঠিত হয়। এ সভার সভাকবি ছিলেন কবি নাঈমা খানম। তার কবিতা পাঠে সভা হয়ে ওঠে বেশ মনোমুগ্ধকর।
কবিদের উপস্হিতিতে কবিতা পাঠে ও কবি আবৃত্তি শিল্পি- কবির হোসেন তাপসের সাহিত্য বিষয়ক আলেচনায় বেশ জমে ওঠে।
সভায় সভাপতিত্ব করেন কবি রেজাউদ্দিন স্টালিন, প্রতিষ্ঠাতা সভাপতি শব্দকুঠি সাহিত্য অঙ্গন ও শব্দকুঠি লিটিলম্যাগ সম্পাদক। কবি রোকসানা রহমান, শব্দকুঠি সাহিত্য অঙ্গন প্রতিষ্ঠাতা সাধারণ, সম্পাদক ও সঞ্চালক, শব্দকুঠি লিটিল ম্যাগ সম্পাদক।
কবিতা পাঠ করেন-
সভাকবি- নঈমা খানম
কবি রেজাউদ্দিন স্টালিন
কবির হোসেন তাপস
রোকসানা রহমান
অনিতা দাস
মালিহা মাহতাব
এজাজ সানোয়ার
হাসিনা মমতাজ