3:55 am, Friday, 20 September 2024

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • 90 ভিউ
শেয়ার করুন

দণ্ডিত মহাপ্রাণ

(উৎসর্গ: . মুহাম্মদ ইউনূসকে)
সুদীর্ঘকালব্যাপী বঞ্চিত জনগোষ্ঠীর
জীবন যুদ্ধে আপনি
অগ্রণী আলোকবর্তিকা
ক্ষুদ্রঋণের বিশ্বযাত্রার
পথিকৃৎ, নবতর জীবন দর্শন
আপনার জীবনকে উন্মুক্ত করেছে।

রক্তের অক্ষরে লেখা
‘স্বাধীনতা’র পর
প্রথাগত ব্যবস্থা বরখাস্ত ক’রে
ইতিহাসের প্রয়োজনে
দিলেন দারিদ্র মুক্তির প্রেরণা।

আপনার অপরিসীম অবদান
বাংলাদেশের সামগ্রিক
উন্নয়নের মানচিত্রে উদ্ভাসিত।

ঘুণে ধরা বিশ্ব ব্যবস্থাকে
বদলে দেবার অঙ্গীকার
সামাজিক ব্যবসার উদ্ভাবক
নতুন যুগের সূচনা-
এ যেন একঝাঁক স্বপ্নের ডালি
নিরন্ন মানুষের হাতে।

আপনি বিশ্বের বিবেক
দারিদ্র, বেকারত্ব ও কার্বনমুক্ত
বৈশ্বিক সমাজের আইকন,
আপনি বাঙালির গৌরব,
নোবেল পুরস্কারের মশাল হাতে
বিশ্ব শান্তির দিশারী।

বিশ্ববাসী বাঙালির মাঝে
খুঁজে পায় আপনার প্রতিচিত্র,
উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে
এমন একজনও নেই
যিনি আপনাকে চেনে না,
অথচ আমরা চিনতে পারিনি!

নিজের জন্য নয়-
পৃথিবীকে দারিদ্র্যমুক্ত করতে চেয়েছেন,
মহৎ দানের সহচর আপনি।
অথচ আমরা আপনাকে দণ্ডিত করছি,
বিরতিহীন অপমান ক’রে
আত্মতৃপ্তি লাভ করছি।

সমাজের মধ্যে যাঁর মাথা উঁচু
তাঁকে আমরা সহ্য করতে পারিনা
লক্ষ্য বস্তুতে পরিণত করি,
এ মাটিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে
সমাধিস্ত করা হয়েছে অবহেলায়,
আপনিও জিঘাংসার শিকার
তবু সৌভাগ্যবান, আপনি জীবিত,
এখনো মুণ্ডচ্ছেদ করা হয়নি।

জিঘাংসাই যাদের একমাত্র পুঁজি
বিদ্বেষ যাদের নৈতিকতায়
অনুপ্রবেশ করেছে,
তাদের ক্ষমা করে দিলে
হে দণ্ডিত মহাপ্রাণ
জাতি মুক্তি পাবে।

faraizees@gmail.com
৪ জানুয়ারি,২০২৪
উত্তরা ঢাকা।

 

#
জনপ্রিয়

শহীদুল্লাহ ফরায়জীর কবিতা

আপডেটের সময় : ০৫:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

দণ্ডিত মহাপ্রাণ

(উৎসর্গ: . মুহাম্মদ ইউনূসকে)
সুদীর্ঘকালব্যাপী বঞ্চিত জনগোষ্ঠীর
জীবন যুদ্ধে আপনি
অগ্রণী আলোকবর্তিকা
ক্ষুদ্রঋণের বিশ্বযাত্রার
পথিকৃৎ, নবতর জীবন দর্শন
আপনার জীবনকে উন্মুক্ত করেছে।

রক্তের অক্ষরে লেখা
‘স্বাধীনতা’র পর
প্রথাগত ব্যবস্থা বরখাস্ত ক’রে
ইতিহাসের প্রয়োজনে
দিলেন দারিদ্র মুক্তির প্রেরণা।

আপনার অপরিসীম অবদান
বাংলাদেশের সামগ্রিক
উন্নয়নের মানচিত্রে উদ্ভাসিত।

ঘুণে ধরা বিশ্ব ব্যবস্থাকে
বদলে দেবার অঙ্গীকার
সামাজিক ব্যবসার উদ্ভাবক
নতুন যুগের সূচনা-
এ যেন একঝাঁক স্বপ্নের ডালি
নিরন্ন মানুষের হাতে।

আপনি বিশ্বের বিবেক
দারিদ্র, বেকারত্ব ও কার্বনমুক্ত
বৈশ্বিক সমাজের আইকন,
আপনি বাঙালির গৌরব,
নোবেল পুরস্কারের মশাল হাতে
বিশ্ব শান্তির দিশারী।

বিশ্ববাসী বাঙালির মাঝে
খুঁজে পায় আপনার প্রতিচিত্র,
উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে
এমন একজনও নেই
যিনি আপনাকে চেনে না,
অথচ আমরা চিনতে পারিনি!

নিজের জন্য নয়-
পৃথিবীকে দারিদ্র্যমুক্ত করতে চেয়েছেন,
মহৎ দানের সহচর আপনি।
অথচ আমরা আপনাকে দণ্ডিত করছি,
বিরতিহীন অপমান ক’রে
আত্মতৃপ্তি লাভ করছি।

সমাজের মধ্যে যাঁর মাথা উঁচু
তাঁকে আমরা সহ্য করতে পারিনা
লক্ষ্য বস্তুতে পরিণত করি,
এ মাটিতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে
সমাধিস্ত করা হয়েছে অবহেলায়,
আপনিও জিঘাংসার শিকার
তবু সৌভাগ্যবান, আপনি জীবিত,
এখনো মুণ্ডচ্ছেদ করা হয়নি।

জিঘাংসাই যাদের একমাত্র পুঁজি
বিদ্বেষ যাদের নৈতিকতায়
অনুপ্রবেশ করেছে,
তাদের ক্ষমা করে দিলে
হে দণ্ডিত মহাপ্রাণ
জাতি মুক্তি পাবে।

faraizees@gmail.com
৪ জানুয়ারি,২০২৪
উত্তরা ঢাকা।