কারুবার রিপোর্ট :
রফিকুল ইসলাম কবি নজরুলকে বাংলাদেশ তথা বিশ্বে আধুনিক কবি হিসেবে পরিচিতি করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। গতকাল ১ জানুয়ারি ধানমন্ডির নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে অয়োজিত জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুঃ আঃ হামিদ জমাদ্দার, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের সচিব এ কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থি ছিলেন খায়রুল আনাম শাকিল, কবি নজরুল ইনস্টিটিউটের চেয়ারম্যান, মো. আতাউর রহমান,যুগ্মসচিব, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়,কবিপৌত্রী খিলখিল কাজী। মুখ্য আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আকতার কামাল। আলোচক হিসেবে ছিলেন প্রয়াত অধ্যাপক রফিকুল ইসলামের ছেলে বর্ষণ ইসলাম।
স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের পরিচালক, উপসচিব মোঃ রায়হান কাউছার।
সভাপতির বক্তেব্যে এম এফ এম হায়াতুল্লাহ বলেন, প্রফেসর রফিকুল ইসলাম আমাদের ঐতিহ্যের অহংকার। নজরুলের অগ্রগণ্য ও স্বাধীনতা সংগ্রামের সাহসী কলমসৈনিক।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কবি রেজাউদ্দিন স্টালিন।