চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি -১৫১৯ তম পর্বে কবি মুরশিদ আলমের দুঃস্বপ্নের ব্যাকরণে কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল।
বইয়ের মোড়ক উম্মোচিত হওয়ার পরই কাব্যগ্রন্থের ওপর গঠনমূলক আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহয়োগী অধ্যাপক খোন্দকার রোকনুজ্জামান এবং বাংলা বিভাগের সহয়োগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ।এছাড়াও প্রকাশিত কাব্যগ্রন্থের ওপর অনুভূতি ব্যক্ত করেন গোলাম কবীর মুকুল, আনছার আলী, আহাদ আলী মোল্লা, আবুল কাশেম,হুমায়ুন কবীর, ফয়সাল আহমেদ, সার্থক আলীম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সহ সাধারণ সম্পাদক সুমন ইকবাল।
স্বরচিত লেখা পাঠ করেন বনলতা,শহিদুল ইসলাম, কাজল গুরু, গোলাম কবীর মুকুল, ডা. তোফাজ্জল হোসেন, সার্থক আলীম, জামাল উদ্দীন বেঙ্গলী, মন ইকবাল প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করেন ডা. হেদায়েত উল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন সাহা চিতৃ, সুমন মালিক, হোসেন মোহাম্মদ ফারুক, আসাদুজ্জামান আসাদ প্রমুখ।