নির্ঘুম রাতের ফিলিস্তিন
আমি তোমাদের মাঝে রক্তিম আভায়
জ্বলে পুড়ে ছাই হয়ে
গঙ্গার স্নানে ডুবে আছি
তাতে তোমাদের কিছু যায় আসে না।
তোমরা স্বার্থপরের মতো
বৈরিতার চোখে আমার মাংসপিণ্ডে
শূল বিধাচ্ছ প্রতিমুহূর্ত
কারণ আমি কাঁদতে পারছি না অবলীলায়।
আমার ওই নির্ঘুম রাতে
জোৎস্নার আলো ফোটেনি কখনো
ফুটেছে শুধু তীব্র জলজ্যন্ত মানুষের রক্তের ব্যথা।
আমি আজ এই কুরুক্ষেত্রে বসে কবিতা লিখছি
শুধু তোমাদের উদ্দেশ্যে,
লিখছি শুধু পঁচা গলা খসে যাওয়া
মাংসের মানুষদের নিয়ে।
আর তোমাদের ওই পঁচা মাংসের দুর্গন্ধ ছড়িয়ে
পৃথিবীকে রণক্ষেত্র বানাচ্ছ আবার!
আফতাবনগর, ঢাকা।