7:04 pm, Monday, 16 September 2024

শেখ আলমগীর হোসেন বাদশার কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 445 ভিউ
শেয়ার করুন

রঙিন রোদন

 

আয়-ব্যয়ের হিসাবে নেই

সমান তালে ছন্দ

যেমন-তেমন উপার্জনে

হর-হামেশাই দ্বন্দ্ব l

 

দ্রব্যমূল্য নিত্য বাড়ে

নেই তো কোনো মিল

ব্যয়ের ভারে জীবন ঠাসা

অর্ধপেটে খিল

 

বাজার এখন বড্ড চড়া

সবকিছুই আছে

মাছ কিনে কাঁচা বাজারে

থাকে না টাকা কাছে l

 

তেলের ঘাটতি পূর্ণ করলে

আলু পিয়াজ হয় না

আর যা কিছু লাগবে কেনা

গিন্নি ভয়ে কয় না l

 

ষাটের কোঠায় চালের কেজি

জ্বালানির দাম বেশি

পোল্ট্রি মুরগী শ-দুই আড়াই

চারশো হলো দেশি l

 

সাতশো টাকায় গরু মাংস

কিনবো কেমন করে !

ছেলে মেয়ে মাঝেমধ্যে

বায়না যদিও ধরে l

 

সন্তানাদির লেখা পড়ার

খরচ জোগান কষ্ট

রান্না গ্যাস বা বিদ্যুৎ বিলে

মাথাটা হয় নষ্ট l

 

প্রাইভেট-ব্যাচ মাসের বেতন

হাত খরচও সাথে

এতো টাকার যোগান দিতে

যাবো কোন পথে !

 

গাড়ি ভাড়া দিগুণ হলো

জ্বালানির দাম বেড়ে

ঘর ভাড়াটা হলে দেরি

মালিক আসে তেড়ে l

 

মাসের শেষে অনেক সময়

পকেট শূন্য থাকে

খাই বা না খাই প্রতিবেশী

খোঁজ খবর না রাখে l

 

খাওয়ার সময় ছেলে মেয়ের

মুখটা মলিন দেখে

কষ্টগুলো নিজের মনে

চলছি চাঁপা রেখে l

 

বেশতো ছিলাম সুখেই ছিলাম

এমন কেন হলো

মাছে ভাতে বাঙালিদের

সুদিন কোথায় গেলো?

 

সদায় আছি আঁধার নিয়ে

যাচ্ছে কেটে দিন

ধিরে ধিরে বাজেট ভারে

হচ্ছে রঙিন ঋণ l

 

খুলনা, বাংলাদেশ 

 

#
জনপ্রিয়

শেখ আলমগীর হোসেন বাদশার কবিতা

আপডেটের সময় : ০৬:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

রঙিন রোদন

 

আয়-ব্যয়ের হিসাবে নেই

সমান তালে ছন্দ

যেমন-তেমন উপার্জনে

হর-হামেশাই দ্বন্দ্ব l

 

দ্রব্যমূল্য নিত্য বাড়ে

নেই তো কোনো মিল

ব্যয়ের ভারে জীবন ঠাসা

অর্ধপেটে খিল

 

বাজার এখন বড্ড চড়া

সবকিছুই আছে

মাছ কিনে কাঁচা বাজারে

থাকে না টাকা কাছে l

 

তেলের ঘাটতি পূর্ণ করলে

আলু পিয়াজ হয় না

আর যা কিছু লাগবে কেনা

গিন্নি ভয়ে কয় না l

 

ষাটের কোঠায় চালের কেজি

জ্বালানির দাম বেশি

পোল্ট্রি মুরগী শ-দুই আড়াই

চারশো হলো দেশি l

 

সাতশো টাকায় গরু মাংস

কিনবো কেমন করে !

ছেলে মেয়ে মাঝেমধ্যে

বায়না যদিও ধরে l

 

সন্তানাদির লেখা পড়ার

খরচ জোগান কষ্ট

রান্না গ্যাস বা বিদ্যুৎ বিলে

মাথাটা হয় নষ্ট l

 

প্রাইভেট-ব্যাচ মাসের বেতন

হাত খরচও সাথে

এতো টাকার যোগান দিতে

যাবো কোন পথে !

 

গাড়ি ভাড়া দিগুণ হলো

জ্বালানির দাম বেড়ে

ঘর ভাড়াটা হলে দেরি

মালিক আসে তেড়ে l

 

মাসের শেষে অনেক সময়

পকেট শূন্য থাকে

খাই বা না খাই প্রতিবেশী

খোঁজ খবর না রাখে l

 

খাওয়ার সময় ছেলে মেয়ের

মুখটা মলিন দেখে

কষ্টগুলো নিজের মনে

চলছি চাঁপা রেখে l

 

বেশতো ছিলাম সুখেই ছিলাম

এমন কেন হলো

মাছে ভাতে বাঙালিদের

সুদিন কোথায় গেলো?

 

সদায় আছি আঁধার নিয়ে

যাচ্ছে কেটে দিন

ধিরে ধিরে বাজেট ভারে

হচ্ছে রঙিন ঋণ l

 

খুলনা, বাংলাদেশ