3:14 pm, Sunday, 22 December 2024

৩০ ডিসেম্বর: ইতিহাসের এই

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৩৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
  • 52 ভিউ
শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক:

আজ ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:

  • ১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
  • ১৮০৩ – গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
  • ১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।
  • ১৯০৬ – ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।
  • ১৯২২ – বলশেভিক বিপ্লবের ঢেউয়ে জার সাম্রাজ্য বিধ্বস্ত হয় এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৭ – দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।
  • ১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্বোধন।
  • ১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।
  • ১৯৯৭ – চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।
  • ২০০৬ – ইরাকের সাবেক একনায়ক সাদ্দামকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়।

জন্ম:

  • ১৮৬৫ – নোবেলজয়ী ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয় জন্মগ্রহন করেন।
  • ১৯৪৬ – জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার বের্টি ফোক্টস জন্মগ্রহন করেন।
  • ১৯৫০ – ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ জন্মগ্রহন করেন।
  • ১৯৭৫ – আমেরিকার গল্ফ খেলোয়ার টাইগার উড জন্মগ্রহন করেন।

মৃত্যু:

  • ১৯৪৪ – ফরাসী ঔপন্যাসিক ও বিশ্বশানত্মি আন্দোলনের অন্যতম পুরোধা রমা রোলাঁর মৃত্যু হয়।
  • ১৯৫৩ – কবি শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়।
  • ১৯৫৯ – পল্লীগীতি শিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ ইন্তেকাল করেন।
  • ১৯৬৮ – জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লীর মৃত্যু হয়।
  • ১৯৭৯ – বি অজিত কুমার দত্তের মৃত্যু হয়।
  • ২০১১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান মৃত্যুবরণ করেন।

 

#
জনপ্রিয়

৩০ ডিসেম্বর: ইতিহাসের এই

আপডেটের সময় : ০৫:৩৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

 

অনলাইন ডেস্ক:

আজ ৩০ ডিসেম্বর ২০২৩, শনিবার, ১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ঘটনাবলি:

  • ১৭৩০ – জাপানের হোক্কাইদোতে প্রচন্ড ভূমিকম্পে ১ লাখ ৩৭ হাজার লোকের মৃত্যু হয়।
  • ১৮০৩ – ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল দরবারের কাছ থেকে দিল্লি ও আগ্রার শাসনভার গ্রহণ করে।
  • ১৮০৩ – গোয়ালিয়রের মহারাজ সিদ্ধিয়া ব্রিটিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।
  • ১৯০০ – অস্ট্রেলীয় কমনওয়েলথ গঠিত হয়।
  • ১৯০৬ – ঢাকার নবাব সলিমুল্লাহর প্রাসাদে মুসলিম শিক্ষা সম্মেলনে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়।
  • ১৯২২ – বলশেভিক বিপ্লবের ঢেউয়ে জার সাম্রাজ্য বিধ্বস্ত হয় এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৪৭ – দুটি ইহুদীবাদী সশস্ত্র সংগঠন ফিলিস্তিনের বালাদুশ শেইখ গ্রামে হামলা চালায়।
  • ১৯৭২ – স্বাধীন বাংলাদেশের হাইকোর্ট উদ্বোধন।
  • ১৯৯২ – বোরহানউদ্দিন রব্বানি আফগানিস্তানের রাষ্ট্রপতি নির্বাচিত।
  • ১৯৯৭ – চীন সরকার ও দক্ষিণ আফ্রিকার সরকার দক্ষিণ আফ্রিকার রাজধানিতে দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যৌথ ইস্তাহার স্বাক্ষর করে।
  • ২০০৬ – ইরাকের সাবেক একনায়ক সাদ্দামকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ফাঁসি দেয়া হয়।

জন্ম:

  • ১৮৬৫ – নোবেলজয়ী ইংরেজ সাহিত্যিক রুডইয়ার্ড কিপলিংয় জন্মগ্রহন করেন।
  • ১৯৪৬ – জার্মান জাতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় ও ম্যানেজার বের্টি ফোক্টস জন্মগ্রহন করেন।
  • ১৯৫০ – ডেনীয় কম্পিউটার বিজ্ঞানী বিয়ারনে স্ট্রোভস্ট্রুপ জন্মগ্রহন করেন।
  • ১৯৭৫ – আমেরিকার গল্ফ খেলোয়ার টাইগার উড জন্মগ্রহন করেন।

মৃত্যু:

  • ১৯৪৪ – ফরাসী ঔপন্যাসিক ও বিশ্বশানত্মি আন্দোলনের অন্যতম পুরোধা রমা রোলাঁর মৃত্যু হয়।
  • ১৯৫৩ – কবি শাহাদাৎ হোসেনের মৃত্যু হয়।
  • ১৯৫৯ – পল্লীগীতি শিল্পী ও সুরকার আব্বাসউদ্দীন আহমদ ইন্তেকাল করেন।
  • ১৯৬৮ – জাতিসংঘের প্রথম মহাসচিব হ্যালডান লীর মৃত্যু হয়।
  • ১৯৭৯ – বি অজিত কুমার দত্তের মৃত্যু হয়।
  • ২০১১ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর প্রতীক প্রাপ্ত মুক্তিযোদ্ধা এম হামিদুল্লাহ খান মৃত্যুবরণ করেন।