কারুবাক রিপোর্ট :
বাংলা একাডেমি আগামী জানুয়ারি-জুন, ২০২৪ মেয়াদে ‘তরুণ লেখক কর্মসূচি’র আওতায় প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে।
তরুণ লেখক (বয়স অনূর্ধ্ব ৩৫ বছর) যাঁর প্রতিশ্রুতিশীল সৃজন কর্ম যথা কবিতা, ছড়া, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ প্রভৃতি মানসম্পন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে, তিনি আবেদন করতে পারবেন। অফিস সময়ের মধ্যে সপ্তাহে দুইদিন প্রত্যহ দুটি করে ক্লাস অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রত্যেক তরুণ লেখককে ৫ কপি করে তার লেখা ৫টি ছড়া/কবিতা অথবা ১টি গল্প/নাটক/উপন্যাস/প্রবন্ধ ইত্যাদি দিতে হবে; সেই সাথে জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর ও ১ কপি পাসপোর্ট আকারের ছবি যুক্ত করে আগামী ০৪.০১.২০২৪ তারিখের মধ্যে অফিস সময়ে ‘পরিচালক, গ্রন্থাগার বিভাগ, বাংলা একাডেমি, ঢাকা-১০০০’ বরাবর আবেদন করতে হবে।
প্রশিক্ষণার্থী নির্বাচনের ক্ষেত্রে বাংলা একাডেমি কর্তৃক নির্বাচিত বাছাই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত ।
ড. মোঃ হাসান কবীর
সচিব (অতিরিক্ত দায়িত্ব)
বাংলা একাডেমি, ঢাকা-১০০০
ফোন : ০২-৫৮৬১১২১৬