কারুবাক ডেস্ক :
২৭ ডিসেম্বর সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ । দুজনই নিজ নিজ জায়গা থেকে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে অবদান রেখেছেন।
সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালের আজকের দিনে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখার জগত ছিল বিচিত্র। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প, অনুবাদসহ সাহিত্যের প্রায় সকল শাখায় দাপটের সঙ্গে পথ চলেছেন তিনি। তাই ‘সব্যসাচী’ হিসেবে আলাদা পরিচিতি পেয়েছিলেন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মৃত্যু হয় তার। জন্মদিন উপলক্ষে আজ কুড়িগ্রামে সৈয়দ হকের নামে দিনব্যাপী মেলার আয়োজন করা হবে। সৈয়দ শামসুল হক স্মৃতি পরিষদের মেলা উদ্বোধন করবেন কবি পতœী ও বিশিষ্ট লেখিকা আনোয়রা সৈয়দ হক। ঢাকায়ও নানা আয়োজনে স্মরণ করা হবে সৈয়দ শামসুল হককে।
রাবেয়া খাতুনও ১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। উপন্যাস ছোটগল্প ভ্রমণ সাহিত্য নিয়ে বিশেষভাবে কাজ করেছেন তিনি। সব মিলিয়ে শতাধিক গ্রন্থের রচয়িতা। রেডিও, টিভিতে প্রচারিত হয়েছে তার লেখা নাটক। গল্প থেকে নির্মিত হয়েছে চলচ্চিত্র। রাবেয়া খাতুন উপন্যাস লিখেছেন পঞ্চাশটির বেশি। ছোটদের জন্য লেখা গল্প-উপন্যাসের সংখ্যাও কম নয়। রাবেয়া খাতুন বাংলাদেশের ভ্রমণ সাহিত্যের গুরুত্বপূর্ণ নাম। সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক এবং বাংলা একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। ২০২১ সালের ৩ জানুয়ারি তার বর্ণাঢ্য কর্মময় জীবনের পরিসমাপ্তি ঘটে।
আজ ঢাকায় নানা আয়োজনে রাবেয়া খাতুনের ৮৮তম জন্মদিন উদ্যাপন করা হবে। বিকেলে বাংলা একাডেমি প্রবর্তিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার প্রদান করা হবে। একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকেল ৩টায় শুরু হবে অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় চ্যানেল আইয়ের রাবেয়া খাতুর ফাউন্ডেশন মিলনায়তনে একক বক্তৃতার আয়োজন করা হবে। আলোচনা করবেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন।