রঙ্গমঞ্চ ডেস্ক :
প্রয়াত সাংবাদিক ও সংগীতব্যক্তিত্ব সঞ্জীব চৌধুরীর জন্মদিন আজ । দিনটিকে সামনে রেখে এক যুগ ধরে আয়োজন করা হয় ‘সঞ্জীব উৎসব’।
আজ বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সঞ্জীব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে গান পরিবেশন করবেন লিমন, জয় শাহরিয়ার, মুয়ীজ মাহফুজ, সন্ধি, আহমেদ হাসান সানি, সাহস মুস্তাফিজ, সুহৃদ স্বাগত, শতাব্দী ভব, অর্ঘ্য, ঘুণপোকা, রাজেশ মজুমদার ও রাশেদ।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে নিয়মিত আয়োজন করা হয় এই উৎসব।