বিজয় কথন
বিজয় আসে বছর ঘুরে
ষোলই ডিসেম্বর
বিজয় সেতো গৌরব গাঁথা
বাঙ্গালীদের অম্বর l
বিজয় এসেছে বিশ্ব জানে
চেতনার পথ মেড়ে
বিজয়, পারেনি শত চেষ্টায়
হানাদার নিতে কেড়ে l
বিজয় বাঙ্গালী বীরের জাতি
লড়েছে ঝাঁক ঝাঁকে
বিজয় পণ, করেছে যুদ্ধ
বঙ্গবন্ধুর ডাকে।
বিজয় রুখবে পাক-রাজাকার
ষড়যন্ত্রের বানে
বিজয় বাঙ্গালী বীরের যুদ্ধ
দেশ মাতারই টানে।
বিজয় পেতে সম্ভ্রম হারা
কত মা-বোন রাতে
বিজয় নিয়েছে ভ্রাতার প্রাণ
পাক-বাহিনীর হাতে।
বিজয় বিনিময় অনেক ত্যাগ
শিক ভাঙ্গে পরাধিন,
বিজয় ইতিহাস হাজার বছর
মুক্তিযুদ্ধের অধীন ।