2:00 pm, Sunday, 22 December 2024

স্মরণিকা : কপোতাক্ষ ঈদ সংখ্যা

  • কারুবাক
  • আপডেটের সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 58 ভিউ
শেয়ার করুন

এলো রে এলো ঈদ এলো
বছর ঘুরে আবারও এসেছে ঈদ। বাঙালির যাপিত জীবনে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ সিয়াম পালন, ফিতরা আদায়, ঈদের নামাজে সমবেত হওয়া, কোলাকুলি করা, পারস্পরিক কুশল কামনা ঈদের মহিমান্বিত রুপকে প্রতিভাত করে। দান-খয়রাতের মাধ্যমে মানুষের প্রতি সাম্য আর সমতার বিধানই ঈদের বড় শিক্ষা। ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে এককাতারে সামিল হওয়ার অনবদ্য নজির ঈদের জামাতের শিক্ষা। ঈদে ছোট-বড়, ধনী-গরিব, সকলের সাথে কোলাকুলির যে রীতি, তা সম্প্রীতির বড় এক দৃষ্টান্ত। মানুষে মানুষে বিভেদ ভুলে যাওয়ার শিক্ষা দেয় ঈদ। শিক্ষা দেয় সামাজিক অসঙ্গতি দূর করার। মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসার এ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।

ঈদে শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিশেষ এক অনুষঙ্গ ঈদ ম্যাগাজিন। প্রধানত রাজধানীকেন্দ্রিক এর বর্ণাঢ্য আয়োজন থাকে। জেলা শহরে ঈদ ম্যাগাজিনের চলটা সেভাবে চোখে পড়ে না। অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে এটা তো রীতিমতো নতুন এক সংস্কৃতি। গতবছর যশোরের প্রথম ঈদ ম্যাগাজিন প্রকাশ করে নবীন পোর্টালটি। তারই ধারাবাহিকতায় এবার আরও নতুন সম্ভার নিয়ে আমাদের আয়োজন। ঈদ ম্যাগাজিন হিসেবে তো বটেই, প্রথম উপন্যাস ছাপানোর অনবদ্য দৃষ্টান্তও গড়ল দৈনিক কপোতাক্ষ। যশোরের মিডিয়া জগতে এ এক নজিরবিহীন ঘটনা।

উপন্যাসের পাশাপাশি একগুচ্ছ গল্প, কবিতা, ছড়া-পদ্য, কিশোর গল্প, ভ্রমণ, প্রবন্ধ সংখ্যাটিকে বর্ণিল করেছে। অনন্য এ লেখকসূচিও যশোরের ঈদ সংখ্যার আয়োজনকে পরিপূর্ণতা দিয়েছে।
আমাদের সম্পূর্ণ আয়োজনকে সার্থক করতে যারা লেখা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবার জন্য ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

 

#
জনপ্রিয়

স্মরণিকা : কপোতাক্ষ ঈদ সংখ্যা

আপডেটের সময় : ১২:৫২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

এলো রে এলো ঈদ এলো
বছর ঘুরে আবারও এসেছে ঈদ। বাঙালির যাপিত জীবনে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। দীর্ঘ সিয়াম পালন, ফিতরা আদায়, ঈদের নামাজে সমবেত হওয়া, কোলাকুলি করা, পারস্পরিক কুশল কামনা ঈদের মহিমান্বিত রুপকে প্রতিভাত করে। দান-খয়রাতের মাধ্যমে মানুষের প্রতি সাম্য আর সমতার বিধানই ঈদের বড় শিক্ষা। ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে এককাতারে সামিল হওয়ার অনবদ্য নজির ঈদের জামাতের শিক্ষা। ঈদে ছোট-বড়, ধনী-গরিব, সকলের সাথে কোলাকুলির যে রীতি, তা সম্প্রীতির বড় এক দৃষ্টান্ত। মানুষে মানুষে বিভেদ ভুলে যাওয়ার শিক্ষা দেয় ঈদ। শিক্ষা দেয় সামাজিক অসঙ্গতি দূর করার। মানুষকে ভালোবাসার। মানুষকে ভালোবাসার এ ধর্মই শ্রেষ্ঠ ধর্ম।

ঈদে শিল্প-সাহিত্য-সংস্কৃতির বিশেষ এক অনুষঙ্গ ঈদ ম্যাগাজিন। প্রধানত রাজধানীকেন্দ্রিক এর বর্ণাঢ্য আয়োজন থাকে। জেলা শহরে ঈদ ম্যাগাজিনের চলটা সেভাবে চোখে পড়ে না। অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রে এটা তো রীতিমতো নতুন এক সংস্কৃতি। গতবছর যশোরের প্রথম ঈদ ম্যাগাজিন প্রকাশ করে নবীন পোর্টালটি। তারই ধারাবাহিকতায় এবার আরও নতুন সম্ভার নিয়ে আমাদের আয়োজন। ঈদ ম্যাগাজিন হিসেবে তো বটেই, প্রথম উপন্যাস ছাপানোর অনবদ্য দৃষ্টান্তও গড়ল দৈনিক কপোতাক্ষ। যশোরের মিডিয়া জগতে এ এক নজিরবিহীন ঘটনা।

উপন্যাসের পাশাপাশি একগুচ্ছ গল্প, কবিতা, ছড়া-পদ্য, কিশোর গল্প, ভ্রমণ, প্রবন্ধ সংখ্যাটিকে বর্ণিল করেছে। অনন্য এ লেখকসূচিও যশোরের ঈদ সংখ্যার আয়োজনকে পরিপূর্ণতা দিয়েছে।
আমাদের সম্পূর্ণ আয়োজনকে সার্থক করতে যারা লেখা দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, বুদ্ধি-পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। সবার জন্য ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।