শিল্প-সাহিত্য ডেস্ক
কবিতার মাধ্যমে প্রান্তিক মানুষের স্বপ্ন তুলে ধরার প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কবি সম্মেলন। রোববার দুপুরে যুক্তরাজ্যের লিডস শহরের ইউক্রেনিয়ান সেন্টারে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে যোগদান করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অর্ধশতাধিক কবি ও সাহিত্যিক।
যুক্তরাজ্য সাহিত্য সংসদের আয়োজনে বিশ্বের বিভিন্ন ভাষার প্রতিনিধিত্বশীল কবিদের এক অভূতপূর্ব মিলনমেলায় পরিণত হয় কবি সম্মেলন।
সম্মেলনে দেশে দেশে কবি ও কবিতার দাবি ও প্রত্যাশা নিয়ে বিশদ আলোকপাত করেন অনুষ্ঠানের মধ্যমনি যুক্তরাজ্য সাহিত্য সংসদের সভিপতি কবি ও কথাসাহিত্যিক আহমেদ সৈয়দ শাহনুর। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি কবি ও লেখক সৈয়দ আনোয়ার রেজা।
অর্ধশতেরও বেশি বাঙালি-অবাঙালি কবি ও সাহিত্যিকের পদচারণায় সম্মেলন অঙ্গন ছিল উৎসব মুখর।