7:31 pm, Sunday, 22 December 2024

ইসলামি সংস্কৃতি ও আমাদের সভ্যতার মূল্যবোধের মধ্যে সঙ্গতির সমস্যা রয়েছে : ইতালির প্রধানমন্ত্রী

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • 88 ভিউ
শেয়ার করুন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আমি বিশ্বাস করি, ইসলামি সংস্কৃতি এবং আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে সঙ্গতির সমস্যা রয়েছে। ইতালির রাজধানী রোমে একটি রাজনৈতিক উৎসবের আয়োজন করে মেলোনির ডানপন্থি দল দ্য ব্রাদার্স অব ইতালি। সেখানে অংশ নিয়ে নিজের বক্তৃতায় একথা বলেন ইতালির প্রধানমন্ত্রী। ওই উৎসবে অংশ নেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। খবর হিন্দুস্তান টাইমসের।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘ইতালিতে যেসব ইসলামিক সংস্কৃতি কেন্দ্র রয়েছে সেগুলো অর্থায়ন করে সৌদি আরব। আর সেখানে শরিয়া আইন বলবৎ রয়েছে। ইউরোপে যে ইসলামীকরণ প্রক্রিয়া রয়েছে তা আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে অনেক দূরে।’

রাজনৈতিক উৎসবে সুনাক বলেন, ‘ইউরোপের বিভিন্ন অংশে অভিবাসনপ্রত্যাশীদের ঠেকানো যাচ্ছে না। তারা ইউরোপের একটি অংশকে বিনষ্ট করে দিতে পারে। এ নিয়ে সংস্কার করতে বিশ্বকে আহ্বান জানানো হবে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, কিছু শত্রু ইচ্ছাকৃতভাবে আমাদের সমাজকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা লোকদের আমাদের উপকূলে নিয়ে যাচ্ছে। যদি আমরা এটি বন্ধ করতে না তাহলে এটি বাড়তে থাকবে।

#
জনপ্রিয়

ইসলামি সংস্কৃতি ও আমাদের সভ্যতার মূল্যবোধের মধ্যে সঙ্গতির সমস্যা রয়েছে : ইতালির প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৮:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আমি বিশ্বাস করি, ইসলামি সংস্কৃতি এবং আমাদের সভ্যতার মূল্যবোধ ও অধিকারের মধ্যে সঙ্গতির সমস্যা রয়েছে। ইতালির রাজধানী রোমে একটি রাজনৈতিক উৎসবের আয়োজন করে মেলোনির ডানপন্থি দল দ্য ব্রাদার্স অব ইতালি। সেখানে অংশ নিয়ে নিজের বক্তৃতায় একথা বলেন ইতালির প্রধানমন্ত্রী। ওই উৎসবে অংশ নেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। খবর হিন্দুস্তান টাইমসের।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, ‘ইতালিতে যেসব ইসলামিক সংস্কৃতি কেন্দ্র রয়েছে সেগুলো অর্থায়ন করে সৌদি আরব। আর সেখানে শরিয়া আইন বলবৎ রয়েছে। ইউরোপে যে ইসলামীকরণ প্রক্রিয়া রয়েছে তা আমাদের সভ্যতার মূল্যবোধ থেকে অনেক দূরে।’

রাজনৈতিক উৎসবে সুনাক বলেন, ‘ইউরোপের বিভিন্ন অংশে অভিবাসনপ্রত্যাশীদের ঠেকানো যাচ্ছে না। তারা ইউরোপের একটি অংশকে বিনষ্ট করে দিতে পারে। এ নিয়ে সংস্কার করতে বিশ্বকে আহ্বান জানানো হবে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, কিছু শত্রু ইচ্ছাকৃতভাবে আমাদের সমাজকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে। এ জন্য তারা লোকদের আমাদের উপকূলে নিয়ে যাচ্ছে। যদি আমরা এটি বন্ধ করতে না তাহলে এটি বাড়তে থাকবে।