6:25 pm, Friday, 8 November 2024

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
  • 42 ভিউ
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক উদয় শাহারানকে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর তিন আগে গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুর মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌল্লা বর্ষণ ও মারুফ মৃধা।

ভারত একাদশ

আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, প্রিয়ানসু মলিয়া, উদয় শাহারান (অধিনায়ক), মুশের খান, শচিন দাস, অ্যারাভেলি অ্যাভানিস (উইকেটরক্ষক), মুরুগান আবিশেক, সৌমি পান্ডে, রাজ লিমবানি ও নামান তিওয়ারি।

 

#
জনপ্রিয়

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ : ফাইনালে ওঠার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেটের সময় : ০৬:১৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক উদয় শাহারানকে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর তিন আগে গ্রুপপর্বের তিন ম্যাচের তিনটিতেই জিতে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

আশিকুর রহমান শিবলি (উইকেটরক্ষক), জিসান আলম, চৌধুর মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মোহাম্মদ শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), ইকবাল হোসেন ইমন, রোহানাত দৌল্লা বর্ষণ ও মারুফ মৃধা।

ভারত একাদশ

আদর্শ সিং, আর্শিন কুলকার্নি, প্রিয়ানসু মলিয়া, উদয় শাহারান (অধিনায়ক), মুশের খান, শচিন দাস, অ্যারাভেলি অ্যাভানিস (উইকেটরক্ষক), মুরুগান আবিশেক, সৌমি পান্ডে, রাজ লিমবানি ও নামান তিওয়ারি।