3:06 pm, Sunday, 10 November 2024

মেসি-এমবাপে-হালান্ড ফিফা বর্ষসেরার তালিকায়

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • 49 ভিউ
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

২০২৩ সালের ফিফার বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে লিওনেল মেসির। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ও নরওয়েন ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ফুটবলারদের পাশাপাশি বর্ষসেরা কোচদের নামও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি লন্ডনে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলার ও কোচদের নাম।

জুরিবোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, ফুটবল সাংবাদিক ও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট দেওয়া ফুটবলভক্তরা।

এর আগে দুইবার করে এই পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেওয়ানডস্কি ও লিওনেল মেসি। সবশেষ ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছিলেন মেসি।

সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট ও ভোট যিনি পাবেন, তার হাতেই উঠবে পুরস্কার।

এর আগে ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।

 

#
জনপ্রিয়

মেসি-এমবাপে-হালান্ড ফিফা বর্ষসেরার তালিকায়

আপডেটের সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
কারুবাক ডেস্ক :

২০২৩ সালের ফিফার বর্ষসেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় নাম উঠেছে লিওনেল মেসির। আর্জেন্টাইন এই বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ও নরওয়েন ফরোয়ার্ড আর্লিং হালান্ড।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। ফুটবলারদের পাশাপাশি বর্ষসেরা কোচদের নামও ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি লন্ডনে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলার ও কোচদের নাম।

জুরিবোর্ডে আছেন সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, ফুটবল সাংবাদিক ও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে ভোট দেওয়া ফুটবলভক্তরা।

এর আগে দুইবার করে এই পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, রবার্ট লেওয়ানডস্কি ও লিওনেল মেসি। সবশেষ ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতেছিলেন মেসি।

সংক্ষিপ্ত তালিকায় যারা আছেন তাদের মধ্যে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ পয়েন্ট ও ভোট যিনি পাবেন, তার হাতেই উঠবে পুরস্কার।

এর আগে ফিফা বর্ষসেরা কোচের লড়াইয়ের সংক্ষিপ্ত তালিকাও প্রকাশ করা হয়েছে। তাতে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা, ইন্টার মিলানের সিমোনে ইনজাগি ও নাপোলির লুসিয়ানো স্পালেত্তি।