3:54 pm, Monday, 11 November 2024

আমার সমান উচ্চতার ছেলে পেলে বিয়ে করবো : মৌসুমী হামিদ  

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • 81 ভিউ
শেয়ার করুন
রঙ্গমঞ্চ ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। কাজ করেছেন সিনেমাতে, হয়েছেন প্রশংসিতও। এই অভিনেত্রীকে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়- কবে বিয়ে করছেন? যার উত্তর দিতে গিয়ে রীতিমতো ক্লান্ত মৌসুমী হামিদ।

যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই এই অভিনেত্রী জানিয়েছেন, পরিবার থেকেও বেশ কয়েক বছর ধরে তার বিয়ের কথা চলছে। কিন্তু বিপত্তি ঘটেছে তার উচ্চতা! মৌসুমী হামিদের উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি।

মৌসুমী হামিদের ভাষ্য, ‘এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি, মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজের উচ্চতা নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন। তার কথায়, ‘সবাই এমনভাবে বলেছে যে, লম্ব হওয়াটা আমার ভুল! আল্লাহ তায়ালা আমাকে এভাবেই সৃষ্টি করেছেন। আমি অনেক সুন্দর, আমার উচ্চতা অনেক ভালো। আমি নিজেও গর্ব করি আমার উচ্চতা নিয়ে। তবে একটা সময় এসে আমি নিজেও ফিল করেছি যে, আমি এত লম্বা কেন হলাম। আসলে ওই ফিলটা করতে আমি বাধ্য হয়েছি।’

স্বামী হিসেবে কেমন পাত্র চান? জবাবে ‘ব্ল্যাকমানি’ সিনেমার এই নায়িকা বলেন, ‘সুদর্শন হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। শিক্ষিত, রুচিশীল এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই।’

 

#

আমার সমান উচ্চতার ছেলে পেলে বিয়ে করবো : মৌসুমী হামিদ  

আপডেটের সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন
রঙ্গমঞ্চ ডেস্ক :

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। কাজ করেছেন সিনেমাতে, হয়েছেন প্রশংসিতও। এই অভিনেত্রীকে প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়- কবে বিয়ে করছেন? যার উত্তর দিতে গিয়ে রীতিমতো ক্লান্ত মৌসুমী হামিদ।

যদিও বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যেই এই অভিনেত্রী জানিয়েছেন, পরিবার থেকেও বেশ কয়েক বছর ধরে তার বিয়ের কথা চলছে। কিন্তু বিপত্তি ঘটেছে তার উচ্চতা! মৌসুমী হামিদের উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি।

মৌসুমী হামিদের ভাষ্য, ‘এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি, মিলছে না। আমার উচ্চতার সমান ছেলে পেলে যেকোনো মুহূর্তে বিয়ে করে ফেলব।’

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী নিজের উচ্চতা নিয়ে নিজেই প্রশ্ন তুলেছেন। তার কথায়, ‘সবাই এমনভাবে বলেছে যে, লম্ব হওয়াটা আমার ভুল! আল্লাহ তায়ালা আমাকে এভাবেই সৃষ্টি করেছেন। আমি অনেক সুন্দর, আমার উচ্চতা অনেক ভালো। আমি নিজেও গর্ব করি আমার উচ্চতা নিয়ে। তবে একটা সময় এসে আমি নিজেও ফিল করেছি যে, আমি এত লম্বা কেন হলাম। আসলে ওই ফিলটা করতে আমি বাধ্য হয়েছি।’

স্বামী হিসেবে কেমন পাত্র চান? জবাবে ‘ব্ল্যাকমানি’ সিনেমার এই নায়িকা বলেন, ‘সুদর্শন হতে হবে এমন বাধ্যবাধকতা নেই। শিক্ষিত, রুচিশীল এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই।’