5:50 am, Sunday, 3 November 2024

চ্যাম্পিয়ন্স লিগ : আর্সেনাল ড্র করে নিজেদের সঙ্গে প্রতিপক্ষকেও নকআউটে তুললো

  • কারুবাক
  • আপডেটের সময় : ০২:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
  • 39 ভিউ
শেয়ার করুন

মাঠেময়দানে ডেস্ক :

অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডের ক্লাব পিএসভি ইনডোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে আর্সেনাল। সঙ্গে প্রতিপক্ষকেও শেষ ষোলোতে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের বি-গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে আর্সেনাল। স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠে গেছে আর্সেনাল।

দুই দলই দুর্দান্ত খেললেও শুরুতে গোল পায় আর্সেনাল। ম্যাচের ৪২তম মিনিটে গোল করেন আর্সেনালের স্ট্রাইকার এডি এনকেটিয়া। বিরতির আগে মুহূর্তে গোল করে ১-০ গোলে এগিয়ে যায় গানাররা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে সমতায় ফেরাতে বেশি দেরি করেননি স্বাগতিক পিএসভি ইনডোভেনের বেলজিয়ান ফরোয়ার্ড ইওর্বে ভার্টেসেন। ম্যাচের ৫০তম মিনিটে রিকার্ডো পেপির অ্যাসিস্টে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন ইওর্বে।

চলতি মৌসুমে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করেছে আর্সেনাল। অপরদিকে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে পিএসভি ইনডোভেন।

 

#
জনপ্রিয়

চ্যাম্পিয়ন্স লিগ : আর্সেনাল ড্র করে নিজেদের সঙ্গে প্রতিপক্ষকেও নকআউটে তুললো

আপডেটের সময় : ০২:৩৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

মাঠেময়দানে ডেস্ক :

অ্যাওয়ে ম্যাচে নেদারল্যান্ডের ক্লাব পিএসভি ইনডোভেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠেছে আর্সেনাল। সঙ্গে প্রতিপক্ষকেও শেষ ষোলোতে তুলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের বি-গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে আর্সেনাল। স্বাগতিকদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ-চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠে গেছে আর্সেনাল।

দুই দলই দুর্দান্ত খেললেও শুরুতে গোল পায় আর্সেনাল। ম্যাচের ৪২তম মিনিটে গোল করেন আর্সেনালের স্ট্রাইকার এডি এনকেটিয়া। বিরতির আগে মুহূর্তে গোল করে ১-০ গোলে এগিয়ে যায় গানাররা।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে দলকে সমতায় ফেরাতে বেশি দেরি করেননি স্বাগতিক পিএসভি ইনডোভেনের বেলজিয়ান ফরোয়ার্ড ইওর্বে ভার্টেসেন। ম্যাচের ৫০তম মিনিটে রিকার্ডো পেপির অ্যাসিস্টে ডানপায়ের দুর্দান্ত শটে গোল করেন ইওর্বে।

চলতি মৌসুমে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করেছে আর্সেনাল। অপরদিকে সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্রাথমিক পর্ব শেষ করেছে পিএসভি ইনডোভেন।