4:39 pm, Friday, 8 November 2024

ঝর্না রহমানের কবিতা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৮:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
  • 66 ভিউ
শেয়ার করুন

নীলাভ ছায়ার বেশে 

 

অনঙ্গ-পালক তুমি শুয়ে আছো আকাশ ছায়ায়

বিহঙ্গ জীবন তুমি লিখেছিলে ফেরারি পাখায়

এলাচ কলির মত চোখ মেলে লবঙ্গ শাখায়

অঙ্গের সুগন্ধ নিয়ে উড়েছিলে জাভা সুমাত্রায়।

তখন অরণ্য-নারী খুলেছিল পাতার কোরক

তুমিও আশ্লেষে খুব লিখেছিলে মরমী ষটক

দারুচিনি ঝাল চেখে দেখেছিলে কী অনুঘটক

নীলাভ ছায়ার বেশে এসে হয়েছিলো হন্তারক।

যতই পালক ছলে এক এক করে খোলো দেহ

সমস্ত বাসর জুড়ে খেলা করে রঙের সন্দেহ।

 

বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা

২০ আগস্ট ২০২০

#
জনপ্রিয়

ঝর্না রহমানের কবিতা

আপডেটের সময় : ০৮:১৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

নীলাভ ছায়ার বেশে 

 

অনঙ্গ-পালক তুমি শুয়ে আছো আকাশ ছায়ায়

বিহঙ্গ জীবন তুমি লিখেছিলে ফেরারি পাখায়

এলাচ কলির মত চোখ মেলে লবঙ্গ শাখায়

অঙ্গের সুগন্ধ নিয়ে উড়েছিলে জাভা সুমাত্রায়।

তখন অরণ্য-নারী খুলেছিল পাতার কোরক

তুমিও আশ্লেষে খুব লিখেছিলে মরমী ষটক

দারুচিনি ঝাল চেখে দেখেছিলে কী অনুঘটক

নীলাভ ছায়ার বেশে এসে হয়েছিলো হন্তারক।

যতই পালক ছলে এক এক করে খোলো দেহ

সমস্ত বাসর জুড়ে খেলা করে রঙের সন্দেহ।

 

বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা

২০ আগস্ট ২০২০