কারুবাক রিপোর্ট :
আজ শুক্রবার সন্ধ্যায় (৮ ডিসেম্বর ২০২৩) ঢাকার ম্যাজিক লণ্ঠন কার্যালয় কাঁটাবনে সাপ্তাহিক কবিতার আড্ডা ৮৫২ অসর অনুষ্ঠিত হয়। জমজমাট এ আড্ডায় বক্তাগণ বলেন-
‘আড্ডা লেখককে সমৃদ্ধ করে।’
‘শব্দচয়নে লেখককে সতর্ক থাকতে হয়।।’
‘একজন কী লিখবেন, তা ভেবে নিতে হয়।।’
‘লেখায় একটা কিছু থাকতে হয়।।’
‘কবি একটা ছবিকে অন্যরকম করে দেখেন।’
‘কবি ছবিকে নতুন করে রূপায়িত করেন।’
‘প্রত্যেক কিছুর শুরু এবং শেষ আছে।’
‘আবেগকে বুনতে হয়।’
‘সাহিত্য ও রাজনীতি পরস্পর বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, বরং দুয়ের মধ্যে নিবিড় যোগসূত্র বিদ্যমান।’
‘সাহিত্যিকগণ ভবিষ্যৎ দেখতে পান।’
‘মানুষ জীবন্ত কবিতা। মানুষ জীবন্ত উপন্যাস।’
‘কবি নিজেই ভাঙেন, নিজেই গড়েন।’
‘আড্ডা কবিকে শাণিত করে।’
আড্ডার মুখ্যকবি হিসেবে উপস্থিত ছিলেন কবি রুহুল আমিন সজল।
সভাপতিত্ব করেন ম্যাজিক লণ্ঠন সম্পাদক কবি তারিক শিপন।
আড্ডায় উপস্থিত, আলোচনা ও কবিতা পাঠে অংশ নেন কবি রতন মাহমুদ, এজাজ ইউসুফী, ফরিদুজ্জামান, কামরুজ্জামান, শরীফ খান দীপ, মুর্শিদ-উল-আলম, মাশুক শাহী, শাহিনা জবীন সৈয়দ, রমজান মাহমুদ, শাহিদা ফেন্সী, তারিক শিপন, গেবিন্দ লাল সরকার, জুয়েল হাজারী, খান কাওসার কবির, সিরাজুল ইসলাম, রুহুল আমিন সজল, খোকন বিবাগী, ইসরাত হোসেন বাবলু, মিয়া বাবরুল পথকবি, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, রণজিৎ সরকার জিৎ, সাদিক মোহাম্মদ প্রমুখ।
আড্ডা পরিচালনা : ম্যাজিক লণ্ঠন সম্পাদক রমজান মাহমুদ