11:30 pm, Sunday, 1 December 2024

বন্যা থেকে বাঁচতে ভাসমান বাড়ি

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৬:৪৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • 63 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

জলাভূমি আর জলের সঙ্গে মানোবো সম্প্রদায়ের সদস্যদের নিবিড় সম্পর্ক। অবশ্য জলের সঙ্গে মিতালি না করে তাদের উপায়ও নেই। যেখানে তাদের বাস, সেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো ফুটপাত। রয়েছে নদী কিংবা হ্রদ।

তাই জলপথে এক বাড়ি থেকে অন্য বাড়ি কিংবা এক পাড়া থেকে অন্য পাড়ায় যায় তারা।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের আগুসান মার্শল্যান্ডে মানোবো সম্প্রদায়ের প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের বাড়ির কাঠামো কিন্তু মোটেও আর ১০টি সাধারণ বাড়ির মতো নয়। তাদের বাড়িগুলো ভাসমান।

ঋতু পরিবর্তনের সঙ্গে পানির পরিমাণ কমবেশি হলেও এ জলাভূমি অঞ্চলে নদী কিংবা হ্রদ কখনো শুকিয়ে যায় না। ফলে এখানে স্থায়ীভাবে বাড়িঘর তৈরির জন্য শক্ত জমি পাওয়া যায় না। তাই বসবাসের একটি বাস্তব সমাধান হলো এই ভাসমান বাড়ি। তবে ভাসমান বাড়ি তৈরির পেছনে এই সম্প্রদায়ের আরেকটি কারণও রয়েছে।

ওই অঞ্চলে বন্যা একটি সাধারণ ঘটনা। প্রতিবছর ডিসেম্বর থেকে মার্চ মাসে মৌসুমি বৃষ্টিপাতেও পানির স্তর বাড়ে। কিন্তু এতেও মানোবো সম্প্রদায়ের তেমন চিন্তার কারণ নেই। পানি বাড়লে ভাসমান বাড়ির উচ্চতাও বেড়ে যায়। তাই পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কাও নেই।

জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নগর এলাকার যেসব সম্প্রদায় ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য একটি সম্ভাব্য সমাধান হতে পারে এই ভাসমান বাড়ি।

সূত্র: বিবিসি

 

#
জনপ্রিয়

বন্যা থেকে বাঁচতে ভাসমান বাড়ি

আপডেটের সময় : ০৬:৪৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

জলাভূমি আর জলের সঙ্গে মানোবো সম্প্রদায়ের সদস্যদের নিবিড় সম্পর্ক। অবশ্য জলের সঙ্গে মিতালি না করে তাদের উপায়ও নেই। যেখানে তাদের বাস, সেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো ফুটপাত। রয়েছে নদী কিংবা হ্রদ।

তাই জলপথে এক বাড়ি থেকে অন্য বাড়ি কিংবা এক পাড়া থেকে অন্য পাড়ায় যায় তারা।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের আগুসান মার্শল্যান্ডে মানোবো সম্প্রদায়ের প্রায় তিন লাখ মানুষ বাস করে। তাদের বাড়ির কাঠামো কিন্তু মোটেও আর ১০টি সাধারণ বাড়ির মতো নয়। তাদের বাড়িগুলো ভাসমান।

ঋতু পরিবর্তনের সঙ্গে পানির পরিমাণ কমবেশি হলেও এ জলাভূমি অঞ্চলে নদী কিংবা হ্রদ কখনো শুকিয়ে যায় না। ফলে এখানে স্থায়ীভাবে বাড়িঘর তৈরির জন্য শক্ত জমি পাওয়া যায় না। তাই বসবাসের একটি বাস্তব সমাধান হলো এই ভাসমান বাড়ি। তবে ভাসমান বাড়ি তৈরির পেছনে এই সম্প্রদায়ের আরেকটি কারণও রয়েছে।

ওই অঞ্চলে বন্যা একটি সাধারণ ঘটনা। প্রতিবছর ডিসেম্বর থেকে মার্চ মাসে মৌসুমি বৃষ্টিপাতেও পানির স্তর বাড়ে। কিন্তু এতেও মানোবো সম্প্রদায়ের তেমন চিন্তার কারণ নেই। পানি বাড়লে ভাসমান বাড়ির উচ্চতাও বেড়ে যায়। তাই পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কাও নেই।

জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নগর এলাকার যেসব সম্প্রদায় ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য একটি সম্ভাব্য সমাধান হতে পারে এই ভাসমান বাড়ি।

সূত্র: বিবিসি