কারুবাক ডেস্ক :
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ উইমেন’স চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করলো বাংলাদেশ। আজ কাঠমান্ডুর পার্শ্ববর্তী জেলা ললিতপুরের আনফা কমপ্লেক্সে রাউন্ড রবিন লীগে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলের জয় পায় লাল-সবুজের মেয়েরা। বাংলাদেশের হয়ে দু’টি গোলই করেন সুরভী আকন্দ প্রীতি।
ম্যাচের শুরু থেকে দাপট দেখানো বাংলাদেশ ৫ম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায়। সাথী মুন্ডার ক্রস থেকে পোস্টের সামনে বল পেয়ে যান ফাঁকায় থাকা আলফি আক্তার, কিন্তু তাড়াহুড়ো করে নেয়া শটে বল যায় ক্রসবারের উপর দিয়ে। চার মিনিট পর আলফি আবারো সুযোগ নষ্ট করেন। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভেতর থেকে ভলি করেছিলেন, তবে রাখতে পারেননি লক্ষ্যে। দ্বাদশ মিনিটে আলফির আরেকটি শট গোলরক্ষক আটকালে বাংলাদেশের অপেক্ষা বাড়ে। ২৪তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন সুরভী আকন্দ প্রীতি। একাধিক সুযোগ নষ্ট করা আলফির পাস ধরে বক্সের বাইরে থেকে সাথী খুঁজে নেন প্রীতিকে। বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণ রেখে খেলতে থাকে বাংলাদেশ। ৬২তম মিনিটে হ্যাটট্রিক পেতে পারতেন প্রীতি। আরিফা আক্তারের ক্রসে তার ভলি অল্পের জন্য যায় বাইরে দিয়ে। এরপর ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা করার চেয়ে বল পায়ে রাখার দিকে মনোযোগী হয় মেয়েরা। তাতে পরে আরও গোল না পেলেও জয় দিয়ে শুরুর আনন্দ নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর দল।
আগামী ৫ই মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার উদ্বোধনী দিনে ভুটানকে ৭-০ গোলে উড়িয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে ভারত।