9:01 pm, Monday, 4 November 2024

ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি : বাংলাদেশের ভোট পেলেন যারা

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৭:১৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
  • 48 ভিউ
শেয়ার করুন

 অনলাইন ডেস্ক :

২০২২ বিশ্বকাপ জয়ের কীর্তিতে গত বছরের ফিফা ‘দ্য বেস্ট’ হয়েছিলেন লিওনেল মেসি। ভাবা হয়েছিল, এবার শিঁকে ছিঁড়বে ট্রেবল জয়ী (চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ লিগ ও এফএ কাপ) আর্লিং হালান্ডের। কিন্তু না, বিশ্বের প্রতিটি দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকদের ভোটে টানা দ্বিতীয়বারের মত এবারও ফিফার ‘দ্য বেস্ট’ মেসি।

২০২২ বিশ্বকাপের পর থেকে ২০২৩-এর আগস্ট- এই সময়টার মধ্যেই সেরা পারফর্মার বেছে নেওয়া হয়েছে এবারের ফিফা ‘দ্য বেস্ট’ এর ক্ষেত্রে।

তাতে লিগ ওয়ান জিতে আমেরিকায় পাড়ি জমানো মেসির চেয়ে নরওয়েজিয়ান তারকা হালান্ডকেই এগিয়ে ধরেছিলেন সবাই। ভোটে অবশ্য সমানে সমানে লড়াই হয়েছে দুজনের মধ্যে। দুজনের মোট পয়েন্ট সমান হয়ে গিয়েছিল। কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছেছেন।

প্রতিটি অবস্থানের জন্য ছিল পয়েন্ট। সেই পয়েন্টই সমান হয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি জনের তালিকায় যিনি প্রথম ছিলেন, তাঁর হাতেই উঠেছে ‘দ্য’ বেস্ট। মেসি অবশ্য লন্ডনের এই অনুষ্ঠানে ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরি।

মেসি, হালান্ডের সঙ্গে কিলিয়ান এমবাপ্পেও ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। তিনি হয়েছেন তৃতীয়।

তবে হালান্ড সেরা খেলোয়াড় না হলেও বর্ষসেরা কোচ হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। এমনকি সেরা একাদশেও ট্রেবলজয়ী ম্যান সিটির খেলোয়াড়দের জয়জয়কার। ১১ জনের ৬ জনই যে সিটির।

৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এ নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের মত জিতলেন এ পুরস্কার। ফিফা

 বাংলাদেশের ভোট পেলেন যারা

ম্যানচেস্টার সিটির নরওয়ের তারকা আর্লিং হালান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।

আর্লিং হাল্যান্ডের ও মেসির ভোট ছিল সমান। তবে মেসি প্রথম হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। শুধু অধিনায়কই নন, বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে জাতীয় দলগুলোর কোচ সহ অন্যরাও ভোট দিয়েছেন। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিও ভোট দিয়েছেন বছরের সেরা খেলোয়াড় নির্বাচনে।

সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরাও। জামাল সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হলান্ডকে ভোট দেওয়া জামালের তৃতীয় সেরা খেলোয়াড় ছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনা।

জামাল মেসিকে সবার ওপরে জায়গা দিলেও বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরার সেরা তিনেই নেই মেসি। স্প্যানিশ কোচের চোখে ২০২৩ সালে সেরা ফুটবলার হলান্ড। কাবরেরার পরের দুটি ভোটও গেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী সিটির খেলোয়াড়দের বাক্সে। কাবরেরার দ্বিতীয় সেরা রদ্রি, তৃতীয় সেরা ইলকায় গুনদোয়ান।

এছাড়া মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পছন্দের ক্রম ছিলেন হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউড। তাদের কেউ জায়গা পাননি সেরা তিনে। নারী দলের কোচ সাইফুল বারীর ভোট পড়েছে সেরা নারী ফুটবলার হওয়ার আইতানা বোনমাতির বাক্সেই।

বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হলান্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। কাবরেরার মতো তার চোখেও তৃতীয় সেরা গুনদোয়ান।

 

 

#
জনপ্রিয়

ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন মেসি : বাংলাদেশের ভোট পেলেন যারা

আপডেটের সময় : ০৭:১৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

 অনলাইন ডেস্ক :

২০২২ বিশ্বকাপ জয়ের কীর্তিতে গত বছরের ফিফা ‘দ্য বেস্ট’ হয়েছিলেন লিওনেল মেসি। ভাবা হয়েছিল, এবার শিঁকে ছিঁড়বে ট্রেবল জয়ী (চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ লিগ ও এফএ কাপ) আর্লিং হালান্ডের। কিন্তু না, বিশ্বের প্রতিটি দেশের কোচ, অধিনায়ক, সাংবাদিক এবং সমর্থকদের ভোটে টানা দ্বিতীয়বারের মত এবারও ফিফার ‘দ্য বেস্ট’ মেসি।

২০২২ বিশ্বকাপের পর থেকে ২০২৩-এর আগস্ট- এই সময়টার মধ্যেই সেরা পারফর্মার বেছে নেওয়া হয়েছে এবারের ফিফা ‘দ্য বেস্ট’ এর ক্ষেত্রে।

তাতে লিগ ওয়ান জিতে আমেরিকায় পাড়ি জমানো মেসির চেয়ে নরওয়েজিয়ান তারকা হালান্ডকেই এগিয়ে ধরেছিলেন সবাই। ভোটে অবশ্য সমানে সমানে লড়াই হয়েছে দুজনের মধ্যে। দুজনের মোট পয়েন্ট সমান হয়ে গিয়েছিল। কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বেছেছেন।

প্রতিটি অবস্থানের জন্য ছিল পয়েন্ট। সেই পয়েন্টই সমান হয়ে যাওয়ার পর সবচেয়ে বেশি জনের তালিকায় যিনি প্রথম ছিলেন, তাঁর হাতেই উঠেছে ‘দ্য’ বেস্ট। মেসি অবশ্য লন্ডনের এই অনুষ্ঠানে ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক থিয়েরি অঁরি।

মেসি, হালান্ডের সঙ্গে কিলিয়ান এমবাপ্পেও ছিলেন সংক্ষিপ্ত তালিকায়। তিনি হয়েছেন তৃতীয়।

তবে হালান্ড সেরা খেলোয়াড় না হলেও বর্ষসেরা কোচ হয়েছেন ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা। এমনকি সেরা একাদশেও ট্রেবলজয়ী ম্যান সিটির খেলোয়াড়দের জয়জয়কার। ১১ জনের ৬ জনই যে সিটির।

৮ বারের ব্যালন ডি’অর জয়ী মেসি এ নিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের মত জিতলেন এ পুরস্কার। ফিফা

 বাংলাদেশের ভোট পেলেন যারা

ম্যানচেস্টার সিটির নরওয়ের তারকা আর্লিং হালান্ড ও ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।

আর্লিং হাল্যান্ডের ও মেসির ভোট ছিল সমান। তবে মেসি প্রথম হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। শুধু অধিনায়কই নন, বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে জাতীয় দলগুলোর কোচ সহ অন্যরাও ভোট দিয়েছেন। বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিও ভোট দিয়েছেন বছরের সেরা খেলোয়াড় নির্বাচনে।

সেরা খেলোয়াড় নির্বাচনে ভোট দিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরাও। জামাল সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হলান্ডকে ভোট দেওয়া জামালের তৃতীয় সেরা খেলোয়াড় ছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনা।

জামাল মেসিকে সবার ওপরে জায়গা দিলেও বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরার সেরা তিনেই নেই মেসি। স্প্যানিশ কোচের চোখে ২০২৩ সালে সেরা ফুটবলার হলান্ড। কাবরেরার পরের দুটি ভোটও গেছে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগজয়ী সিটির খেলোয়াড়দের বাক্সে। কাবরেরার দ্বিতীয় সেরা রদ্রি, তৃতীয় সেরা ইলকায় গুনদোয়ান।

এছাড়া মেয়েদের সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পছন্দের ক্রম ছিলেন হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউড। তাদের কেউ জায়গা পাননি সেরা তিনে। নারী দলের কোচ সাইফুল বারীর ভোট পড়েছে সেরা নারী ফুটবলার হওয়ার আইতানা বোনমাতির বাক্সেই।

বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হলান্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। কাবরেরার মতো তার চোখেও তৃতীয় সেরা গুনদোয়ান।