10:37 pm, Sunday, 1 December 2024

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দোরিভাল জুনিয়র

  • কারুবাক
  • আপডেটের সময় : ০১:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • 57 ভিউ
শেয়ার করুন

 

কারুবাক ডেস্ক :

রোববারই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দোরিভাল জুনিয়র। তার ক্লাব সাও পাওলো সে খবরটি নিশ্চিত করে। এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়ে নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দোরিভাল জুনিয়র। ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘দোরিভাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলের নতুন হেড কোচ।’

ব্রাজিলের এই কোচের পদ নিয়ে গত এক বছরে নানা নাটক হয়েছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির জন্য এই একটি বছর অপেক্ষা করেছে ব্রাজিল। শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়ালের সঙ্গেই নতুন করে চুক্তি করেছেন।

এদিকে ২০২৩ সালের জুলাইয়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পাওয়া দিনিজের অধীনে ব্রাজিলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বিশ্বকাপ বাছাইপর্বে তারা নেমে গেছে ছয় নম্বর পজিশনে। যার ফলশ্রুতিতে গত শুক্রবার বরখাস্ত করা হয় দিনিজকে।

৬১ বছর বয়সী দোরিভালের সঙ্গে কতদিনের চুক্তি করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, সেটি প্রকাশ্যে আসেনি এখনও। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে দোরিভালের সঙ্গে।

সমর্থকরা আশা করছেন, দোরিভালের হাত ধরে ব্রাজিল ফুটবল তার দুঃসময় থেকে ঘুরে দাঁড়াবে। ২০০২ সালের পর পাঁচবারের চ্যাম্পিয়নরা আর বিশ্বকাপ জিততে পারেনি।

দোরিভালের অধীনে গত বছর ক্লাব সাও পাওলো কোপা দো ব্রাজিল শিরোপা জিতেছে। এর আগে ফ্ল্যামেঙ্গোকে কোচিং করিয়ে কোপা দো ব্রাজিল আর কোপা লিবারটেডরেস শিরোপা জেতান বর্ষীয়ান এই কোচ।

ব্রাজিলের কোচ হিসেবে অভিষেকেই বড় পরীক্ষায় পড়তে হবে দোরিভালকে। মার্চে দুই পরাশক্তি ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

 

 

#
জনপ্রিয়

ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দোরিভাল জুনিয়র

আপডেটের সময় : ০১:০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

 

কারুবাক ডেস্ক :

রোববারই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দোরিভাল জুনিয়র। তার ক্লাব সাও পাওলো সে খবরটি নিশ্চিত করে। এবার ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এলো আনুষ্ঠানিক ঘোষণা। ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়ে নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন দোরিভাল জুনিয়র। ব্রাজিল ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে, ‘দোরিভাল জুনিয়র ব্রাজিল জাতীয় দলের নতুন হেড কোচ।’

ব্রাজিলের এই কোচের পদ নিয়ে গত এক বছরে নানা নাটক হয়েছে। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির জন্য এই একটি বছর অপেক্ষা করেছে ব্রাজিল। শেষ পর্যন্ত আনচেলত্তি রিয়ালের সঙ্গেই নতুন করে চুক্তি করেছেন।

এদিকে ২০২৩ সালের জুলাইয়ে ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব পাওয়া দিনিজের অধীনে ব্রাজিলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। বিশ্বকাপ বাছাইপর্বে তারা নেমে গেছে ছয় নম্বর পজিশনে। যার ফলশ্রুতিতে গত শুক্রবার বরখাস্ত করা হয় দিনিজকে।

৬১ বছর বয়সী দোরিভালের সঙ্গে কতদিনের চুক্তি করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন, সেটি প্রকাশ্যে আসেনি এখনও। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে দোরিভালের সঙ্গে।

সমর্থকরা আশা করছেন, দোরিভালের হাত ধরে ব্রাজিল ফুটবল তার দুঃসময় থেকে ঘুরে দাঁড়াবে। ২০০২ সালের পর পাঁচবারের চ্যাম্পিয়নরা আর বিশ্বকাপ জিততে পারেনি।

দোরিভালের অধীনে গত বছর ক্লাব সাও পাওলো কোপা দো ব্রাজিল শিরোপা জিতেছে। এর আগে ফ্ল্যামেঙ্গোকে কোচিং করিয়ে কোপা দো ব্রাজিল আর কোপা লিবারটেডরেস শিরোপা জেতান বর্ষীয়ান এই কোচ।

ব্রাজিলের কোচ হিসেবে অভিষেকেই বড় পরীক্ষায় পড়তে হবে দোরিভালকে। মার্চে দুই পরাশক্তি ইংল্যান্ড এবং স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।