11:32 pm, Sunday, 1 December 2024

জয় দিয়ে বছর শুরু লিভারপুলের

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • 39 ভিউ
শেয়ার করুন

 মাঠেময়দানে ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে গতকাল রাতে নিউক্যাসলের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে লিভারপুল। দলটির হয়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ। একটি করে গোল করেন কার্টিস জোনস ও কোডি হাকপো। নিউক্যাসলের হয়ে গোল দুটি করেন আলেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।

এই জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। তিনে ও চারে থাকা ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৪০।

ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। ২০তম মিনিটে লুইস দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। যদিও সফল স্পট কিক নিতে পারেননি সালাহ। তবে বিরতির পর ঠিকই দলকে এগিয়ে নেন তিনি। ৪৯তম মিনিটে নুনেসের দেওয়া বল বক্স থেকে জালে পাঠান মিশরের এই ফরোয়ার্ড।

চার মিনিট পর সমতায় ফেরে নিউক্যাসল। অ্যান্থনি গর্ডনের থ্রু পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন ইসাক। ৭৪তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দিয়োগো জোটার পাস থেকে বল জালে পাঠান জোন্স। চার মিনিট পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। সালাহর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন হাকপো।

৮১তম মিনিটে গোল পায় নিউক্যাসল। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান সভেন বোটমান। যদিও এই গোল কেবল ব্যবধানই কমিয়েছে।

 

#
জনপ্রিয়

জয় দিয়ে বছর শুরু লিভারপুলের

আপডেটের সময় : ০৪:৪৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
শেয়ার করুন

 মাঠেময়দানে ডেস্ক :

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে অ্যানফিল্ডে গতকাল রাতে নিউক্যাসলের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে লিভারপুল। দলটির হয়ে জোড়া গোল করেন মোহামেদ সালাহ। একটি করে গোল করেন কার্টিস জোনস ও কোডি হাকপো। নিউক্যাসলের হয়ে গোল দুটি করেন আলেক্সান্দার ইসাক ও সভেন বোটমান।

এই জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। তিনে ও চারে থাকা ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের পয়েন্ট সমান ৪০।

ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। ২০তম মিনিটে লুইস দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় তারা। যদিও সফল স্পট কিক নিতে পারেননি সালাহ। তবে বিরতির পর ঠিকই দলকে এগিয়ে নেন তিনি। ৪৯তম মিনিটে নুনেসের দেওয়া বল বক্স থেকে জালে পাঠান মিশরের এই ফরোয়ার্ড।

চার মিনিট পর সমতায় ফেরে নিউক্যাসল। অ্যান্থনি গর্ডনের থ্রু পাস ধরে বক্স থেকে লক্ষ্যভেদ করেন ইসাক। ৭৪তম মিনিটে ফের এগিয়ে যায় লিভারপুল। দিয়োগো জোটার পাস থেকে বল জালে পাঠান জোন্স। চার মিনিট পর ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। সালাহর ক্রস থেকে লক্ষ্যভেদ করেন হাকপো।

৮১তম মিনিটে গোল পায় নিউক্যাসল। কর্নার থেকে উড়ে আসা বল হেডে জালে পাঠান সভেন বোটমান। যদিও এই গোল কেবল ব্যবধানই কমিয়েছে।