11:37 pm, Sunday, 1 December 2024

বিজয়ের হাসি : রমজান মাহমুদ

  • কারুবাক
  • আপডেটের সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • 297 ভিউ
শেয়ার করুন

এই যে আকাশ, সূর্যের হাসি
ফসলের মাঠে ছুটে যাওয়া চাষি
জল টলমল শান্ত পুকুর
চারদিকে বাজে খুশির নূপুর-
আড়মোড়া ভেঙে জেগে ওঠা গাছ
ভোরের কোমল হাওয়া
সবকিছু নিয়ে এই আমাদের
স্বাধীনতা খুঁজে পাওয়া।

মুক্ত আকাশ, উড়ন্ত পাখি
ছোট্ট শিশুর রং মাখামাখি
বাগানের ফুল, ফুলের গন্ধ
মেলার আমেজ, খেলার ছন্দ।
হলুদ বিকেলে গাছের ছায়ায়
হেসে-খেলে দোল খাওয়া
এই সব নিয়ে স্বপ্ন আশার
স্বাধীনতা ফিরে পাওয়া।

ঈদ-পুজো আর নানা উৎসব
নাচে-গানে ভরা হাসি-কলরব,
এগিয়ে যাওয়ার লড়াইয়ে থাকা
নতুন শপথে হাতে হাত রাখা
সুমধুর সুরে দাঁড়িয়ে ‘আমার
সোনার বাংলা…’ গাওয়া
এই তো আলোর জোয়ারে ভাসার
স্বাধীনতা কাছে পাওয়া।

#
জনপ্রিয়

বিজয়ের হাসি : রমজান মাহমুদ

আপডেটের সময় : ১২:১৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

এই যে আকাশ, সূর্যের হাসি
ফসলের মাঠে ছুটে যাওয়া চাষি
জল টলমল শান্ত পুকুর
চারদিকে বাজে খুশির নূপুর-
আড়মোড়া ভেঙে জেগে ওঠা গাছ
ভোরের কোমল হাওয়া
সবকিছু নিয়ে এই আমাদের
স্বাধীনতা খুঁজে পাওয়া।

মুক্ত আকাশ, উড়ন্ত পাখি
ছোট্ট শিশুর রং মাখামাখি
বাগানের ফুল, ফুলের গন্ধ
মেলার আমেজ, খেলার ছন্দ।
হলুদ বিকেলে গাছের ছায়ায়
হেসে-খেলে দোল খাওয়া
এই সব নিয়ে স্বপ্ন আশার
স্বাধীনতা ফিরে পাওয়া।

ঈদ-পুজো আর নানা উৎসব
নাচে-গানে ভরা হাসি-কলরব,
এগিয়ে যাওয়ার লড়াইয়ে থাকা
নতুন শপথে হাতে হাত রাখা
সুমধুর সুরে দাঁড়িয়ে ‘আমার
সোনার বাংলা…’ গাওয়া
এই তো আলোর জোয়ারে ভাসার
স্বাধীনতা কাছে পাওয়া।