7:07 am, Sunday, 3 November 2024

মঞ্চে উঠছে ‘সুরেন্দ্র কুমারী’

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • 77 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

প্রতিষ্ঠার দশক আর ৪৩টি প্রযোজনা পেরিয়ে নতুন নাটক মঞ্চে তুলতে যাচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়। ৪৪তম প্রযোজনার নাম সুরেন্দ্র কুমারী

নাটকটি রচনা করেছেন আনন জামান, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হচ্ছে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। সে হিসেবে চলতি বছরে মঞ্চে ওঠা শেষ নতুন নাটক হতে যাচ্ছে এটি।

প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক শামীম সাগর বলেন, ‘এই নাট্য প্রযোজনাটিতে নির্দেশক হিসেবে আমার যুক্ত হবার বিষয়ে উদ্যোগী হয়েছিলেন নাট্যকার আনন জামান এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রধান পুরুষ মীর জাহিদ হাসান। বিশেষ করে মীর জাহিদ ভাই যে আবেগ আর নিষ্ঠার সাথে থিয়েটারটাকে ভালোবেসে চলেছেন, সেটি অনুপ্রেরণাদায়ক আমার জন্যেও। দুজনের প্রতিই আমার ভালোবাসা।’

আরও বলেন, ‘‘নাট্যকার আনন জামানের লেখার প্রতি আমার ভালোবাসা বেশ আগে থেকেই। এর আগে তার ‘অহম তমসায়’ নাটকটির নির্দেশনা দেবার অভিজ্ঞতাও হয়েছে। তার রচনা নির্দেশকের প্রতি কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, নতুন করে ভাবতে বাধ্য করে; এই বিষয়টি আমাকে তার নাটক নির্দেশনা দেবার আগ্রহী করে তুলতে সহায়তা করে। ‘সুরেন্দ্র কুমারী’ নাটকটিও তার ব্যতিক্রম নয়। ইতিহাসের সত্যের সমান্তরালে নতুন এক ইতিহাস রচনা করেছেন তিনি, তার এই রচনায় জলজ শাপলার পাতায় শুভ্রসাদা অফোটা শাপলা ফুলের কলিরা পাপড়ি মেলতেই হয়ে যায় দীঘল গ্রীবা আর সাদা ডানার রাজহংসী।’’

 

নাটকটির অভিনয় শিল্পীরা হলেন আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলী সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতী সাথী, রাজীব দেবনাথ, কাজী তারিফ, স্বপ্নীল, রাকিব হাসান, উইলিয়াম নিক্সন ভিকী, আব্দুল কাইয়ুম, নীলমনি বাবু, কামরুজ্জামান সবুজ, শংকর কুমার ধর ও মীর জাহিদ হাসান।

এর নেপথ্যের শিল্পীরা হলেন, আলো ও প্রপস-পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফি ওয়ার্দা রিহাব, পোশাক এনাম তারা সাকি, সংগীত নির্ঝর চৌধুরী, পোস্টার চারু পিন্টু, মঞ্চ শামীম সাগর ও পলাশ হেনড্রি সেন, মুখবিন্যাস শুভাশীষ দত্ত তন্ময়, পাণ্ডুলিপি গবেষণায় শরীফ নাসরুল্লাহ এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।

 

#
জনপ্রিয়

মঞ্চে উঠছে ‘সুরেন্দ্র কুমারী’

আপডেটের সময় : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

কারুবাক ডেস্ক :

প্রতিষ্ঠার দশক আর ৪৩টি প্রযোজনা পেরিয়ে নতুন নাটক মঞ্চে তুলতে যাচ্ছে মহাকাল নাট্য সম্প্রদায়। ৪৪তম প্রযোজনার নাম সুরেন্দ্র কুমারী

নাটকটি রচনা করেছেন আনন জামান, নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হচ্ছে ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। সে হিসেবে চলতি বছরে মঞ্চে ওঠা শেষ নতুন নাটক হতে যাচ্ছে এটি।

প্রযোজনাটি প্রসঙ্গে নির্দেশক শামীম সাগর বলেন, ‘এই নাট্য প্রযোজনাটিতে নির্দেশক হিসেবে আমার যুক্ত হবার বিষয়ে উদ্যোগী হয়েছিলেন নাট্যকার আনন জামান এবং মহাকাল নাট্য সম্প্রদায়ের প্রধান পুরুষ মীর জাহিদ হাসান। বিশেষ করে মীর জাহিদ ভাই যে আবেগ আর নিষ্ঠার সাথে থিয়েটারটাকে ভালোবেসে চলেছেন, সেটি অনুপ্রেরণাদায়ক আমার জন্যেও। দুজনের প্রতিই আমার ভালোবাসা।’

আরও বলেন, ‘‘নাট্যকার আনন জামানের লেখার প্রতি আমার ভালোবাসা বেশ আগে থেকেই। এর আগে তার ‘অহম তমসায়’ নাটকটির নির্দেশনা দেবার অভিজ্ঞতাও হয়েছে। তার রচনা নির্দেশকের প্রতি কিছু চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, নতুন করে ভাবতে বাধ্য করে; এই বিষয়টি আমাকে তার নাটক নির্দেশনা দেবার আগ্রহী করে তুলতে সহায়তা করে। ‘সুরেন্দ্র কুমারী’ নাটকটিও তার ব্যতিক্রম নয়। ইতিহাসের সত্যের সমান্তরালে নতুন এক ইতিহাস রচনা করেছেন তিনি, তার এই রচনায় জলজ শাপলার পাতায় শুভ্রসাদা অফোটা শাপলা ফুলের কলিরা পাপড়ি মেলতেই হয়ে যায় দীঘল গ্রীবা আর সাদা ডানার রাজহংসী।’’

 

নাটকটির অভিনয় শিল্পীরা হলেন আবু আজাদ, শুভ্র মানিক, ইকবাল চৌধুরী, পলি বিশ্বাস, শিবলী সরকার, কানিজ ফাতেমা লিসা, চৈতী সাথী, রাজীব দেবনাথ, কাজী তারিফ, স্বপ্নীল, রাকিব হাসান, উইলিয়াম নিক্সন ভিকী, আব্দুল কাইয়ুম, নীলমনি বাবু, কামরুজ্জামান সবুজ, শংকর কুমার ধর ও মীর জাহিদ হাসান।

এর নেপথ্যের শিল্পীরা হলেন, আলো ও প্রপস-পলাশ হেনড্রি সেন, কোরিওগ্রাফি ওয়ার্দা রিহাব, পোশাক এনাম তারা সাকি, সংগীত নির্ঝর চৌধুরী, পোস্টার চারু পিন্টু, মঞ্চ শামীম সাগর ও পলাশ হেনড্রি সেন, মুখবিন্যাস শুভাশীষ দত্ত তন্ময়, পাণ্ডুলিপি গবেষণায় শরীফ নাসরুল্লাহ এবং প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।