অনলাইন ডেস্ক :
বাঙালি বলিউড তারকা রণিত রায় সিরিয়াল থেকে সিনেমা সব কিছুতেই নিজেকে প্রমাণ করেছেন। তিনিই কিনা এবার নিজের স্ত্রী নীলম সিংকে আবার বিয়ে করে আলোচনায় আসলেন। রণিত নিজের ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়।
অন্য ভিডিওর কোনোটিতে মালা বদল করছেন, কোনোটিতে শুভ দৃষ্টি বিনিময় করছেন নীলম-রণিত। তবে এসব কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়। বরং বাস্তব জীবনে ফের বিয়ে করলেন তারা। জানা গেছে, ২০তম বিবাহবার্ষিকীকে আরও বিশেষ করে তোলার জন্য স্ত্রী নীলমকে আবার বিয়ে করলেন অভিনেতা।
২০০৩ সালের ২৫ ডিসেম্বর মডেল-অভিনেত্রী নীলম সিংকে বিয়ে করেন রণিত। গতকাল ছিল এ দম্পতির ২০তম বিবাহবার্ষিকী। বিশেষ এই দিনে স্ত্রীকে ফের বিয়ে করলেন রণি। এ অভিনেতার ভাষ্য, ‘পুরোনো শপথগুলো ফের ঝালিয়ে নিলাম।’
রণিত রায় একটি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে আবারো বিয়ে করবে?’ অন্য ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দ্বিতীয়বার কেন, হাজারবার বিয়ে করব। ২০তম বিবাহবার্ষিকী আমার ভালোবাসা।’ রণিত রায়ের এমন ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা।
চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রণিত রায়। তারপর ‘কসৌটি জিন্দেগি কে’, ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ মেগা সিরিয়ালে অভিনয় করে তাক লাগিয়ে দেন তিনি। ভারতের সনি টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘আদালত’-এর সুদর্শন ও বুদ্ধিদীপ্ত যুবক কে. ডি. পাঠকের চরিত্র রূপায়ন করে দারুণ জনপ্রিয়তা লাভ করেন রণিত।
যদিও নীলম রণিতের প্রথম স্ত্রী নন। আগেও তিনি বিয়ে করেছিলেন। কিন্তু সেই বিয়ে টেকেনি। জোহাইনা মুমতাজ খান ছিলেন তাঁর প্রথম স্ত্রী। সেই বিয়ে থেকে এক সন্তান আছে রণিতের। কন্যার নাম ওনা। দিলীপ কুমারের ভাগ্নিকে বিয়ে করেছেন তিনি। বিয়ে ভাঙার কারণও জানা যায়নি। তবে রণিতের কন্যা এবং তার প্রথম স্ত্রী মার্কিন মুলুকে থাকেন।
নীলমের সঙ্গে রণিতের বিয়ে হয় প্রেম করে। প্রথম দেখাতেই একে-অপরকে ভালবেসে ফেলেছিলেন তারা। তিন বছর প্রেম করার পর সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ে করবেন। তবে তারা খুবই সুখী দম্পতি, না হলে কেউ নিজের বউকেই দ্বিতীয়বার বিয়ে করে!