12:28 am, Monday, 2 December 2024

আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে ‘সাঁতাও’

  • কারুবাক
  • আপডেটের সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
  • 51 ভিউ
শেয়ার করুন

কারুবাক ডেস্ক : ­­

গণঅর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’ সিনেমা। দেশের প্রেক্ষাগৃহে চলার সঙ্গে বিদেশে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। এরমধ্যে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।

বুধবার মধ্যরাত থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাজন প্রাইম ভিডিওতে ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে।

খন্দকার সুমন বলেন, এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন ও প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।

 

#
জনপ্রিয়

আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্মে ‘সাঁতাও’

আপডেটের সময় : ০৫:৪১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
শেয়ার করুন

কারুবাক ডেস্ক : ­­

গণঅর্থায়নে খন্দকার সুমন নির্মাণ করেছেন ‘সাঁতাও’ সিনেমা। দেশের প্রেক্ষাগৃহে চলার সঙ্গে বিদেশে বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। এরমধ্যে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার ‘গৌতম বুদ্ধ অ্যাওয়ার্ড’ পেয়েছে সিনেমাটি।

বুধবার মধ্যরাত থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাজন প্রাইম ভিডিওতে ‘সাঁতাও’ সিনেমা দেখা যাচ্ছে।

খন্দকার সুমন বলেন, এটা একটা বড় অর্জন। সিনেমাটি আমি হারাতে দেইনি। দর্শক দেখতে চায়। তাই এখন আমাজন প্রাইমে দেখা যাচ্ছে। সামনে আরও কিছু আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখা যাবে। সেই বিষয়ে কথা হচ্ছে।

‘সাঁতাও’ সিনেমার গল্প কৃষকদের সংগ্রামী জীবন ও প্রান্তিক পটভূমি থেকে নারীদের সর্বজনীন সংগ্রামকে কেন্দ্র করে। পরিচালনার পাশাপাশি খন্দকার সুমন ‘সাঁতাও’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। আরও অভিনয় করেছেন সাবেরা ইয়াসমিন, তশমিতা শিমু, মিতু সরকার প্রমুখ।