মাঠেময়দানে ডেস্ক :
এবারের আইপিএলে দল পাবেন কি না মুস্তাফিজ তা নিয়ে ছিল সংশয়। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ফিজকে এবার ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক ফর্ম নিয়ে তার দল পাওয়া নিয়ে ছিল সংশয়। তবে সব সংশয়কে পেছনে ফেলে মুস্তাফিজকে নিয়েছে ধোনির চেন্নাই। ২ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস।
দিনের শেষ সেট এক্সিলারেটেড রাউন্ড থেকে দল পেয়েছেন মুস্তাফিজ। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিট করে চেন্নাই। তবে আর কোনো দল আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্যেই বাংলাদেশি এই পেসারকে পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।
এই প্রথমবার ভারতের বাইরে নিলাম যেমন হয়েছে, তেমনি এবারই প্রথম একজন নারী সঞ্চালনা করেছেন পুরো অনুষ্ঠান। আবার এই নিলামে দুবার সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড হয়েছে। শুরুতে স্যাম কারানের রেকর্ড ভেঙে ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দরাবাদে যান প্যাট কামিন্স। ঘন্টা দুয়েক পরই সেই রেকর্ড ভেঙে দেন মিচেল স্টার্ক। এই পেসারকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা। যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামের রেকর্ড।
মোট ৩৩৩ জন ক্রিকেটারের নাম ছিল এবারের নিলামে (IPL Auction 2024)। সেখান থেকে দল পেয়েছেন মোট ৭২ জন ক্রিকেটার। নিলাম থেকে সবচেয়ে বেশি ক্রিকেটার কিনেছে কলকাতা। তারা দলে ভিড়িয়েছে মোট ১০ জন। তাছাড়া দিল্লিতে গেছে ৯ জন। মুম্বাই, হায়দরাবাদ,পাঞ্জাব ও গুজরাট ৮ জন করে ক্রিকেটার কিনেছে। ৬ জন করে ক্রিকেটার নিয়েছে বেঙ্গালুরু, চেন্নাই ও লক্ষ্ণৌ। নিলামে সবচেয়ে নিরব ছিল রাজস্থান। তারা কিনেছে মোট ৩ জন ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্স
চেতন সাকারিয়া, কেএস ভরত, মিচেল স্টার্ক, আঙ্কুর রাঘুবংশী, রমনদীপ সিং, শারফান রাদারফোর্ড, মানিষ পাণ্ডে, মুজিব উর রহমান, গাস অ্যাটকিনসন, সাকিব হোসেন।
মুম্বাই ইন্ডিয়ান্স
জেরাল্ড কোয়েতজে, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুসারা, নোমান ধীর, আনশুল কাম্বোস, মোহাম্মদ নবি, শিবালিক শর্মা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আলজারি জোসেফ, ইয়াশ দয়াল, টম কারান, লকি ফার্গুসন, স্বপ্নীল সিং, সৌরভ চৌহান।
চেন্নাই সুপার কিংস
রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, শার্দুল ঠাকুর, সামির রিজভী, মুস্তাফিজুর রহমান, আভানিশ রাও।
দিল্লি ক্যাপিটালস
হ্যারি ব্রুক, ক্রিশ্চিয়ান স্টাবস, রিকি ভুঁই, কুমার কুশারগা, রাশিখ ধার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।
সানরাইজার্স হায়দরাবাদ
জয়দেব উনাদকাট, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, আকাশ সিং, ঝাতাভেদ সুব্রীমানিয়েন, আবিদন মুশতাক, নান্দ্রে বার্গার।
পাঞ্জাব কিংস
ক্রিস ওকস, হার্শাল প্যাটেল, আশুতোষ শর্মা, বিশ্বনাথ সিং, তনয় থাগারাজন, প্রিন্স চৌধুরি, শশাংক সিং, রাইলি রুশো।
গুজরাট টাইটান্স
আজমতউল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্রা, কার্তিক তিয়াগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিন্স।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
শিভাম মাভি, আরশিন কুলকার্নি, মানিমারান সিদ্ধার্থ, অ্যাস্টন টার্নার, ডেভিড উইলি, আরশাদ খান।
রাজস্থান রয়্যালস
রভম্যান পাওয়েল, শিভাম দুবে, টম কোহলার-ক্যাডমোর।